নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মো. ইমেন আলী নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার ফতুল্লা ভুইগড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ওভারপাসের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর ইউএনবির।
নিহত ইমেন আলী (৫২) জামালপুরের ইসলামপুর উপজেলার রামচন্দ্রা এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে। তার পরনে ছিল লাল ও নেভি নীল রঙের ডোরাকাটা টি-শার্ট এবং সাদা রঙের লুঙ্গি।
পুলিশ জানায়, সকালে লিংক রোডে ওভার পাসের ওপর ঢাকামুখী লেনে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠান।
এর আগে অজ্ঞাত অবস্থায় উদ্ধার করা লাশের পরিচয় প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইমেন আলী মাছ ব্যবসায়ী ছিলেন। ভোর ৬টায় কোনো আড়ৎ থেকে মাছ কিনতে যাওয়ার সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করে থাকতে পারে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মো. কামাল বলেন, সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করি। এরপর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। নিহতের মাথার পেছনে ও কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া একটি হাতের কব্জি ভাঙা ছিল।
তিনি আরও বলেন, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কোনো সিএনজি বা গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। তার বাড়ি জামালপুর জেলায় হলেও তিনি আশপাশের কোথাও থাকতেন। আমরা তার বিষয়ে বিস্তারির তথ্য উদঘাটনের চেষ্টা করছি।
.
আমার বাঙলা/এসএইচ
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            