সংগৃহীত
বাণিজ্য

ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান,শুক্রবার বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২৫০০ টাকা নির্ধারণ করেছে মজুরি বোর্ড। সরকার নির্ধারিত নতুন এ মজুরির ঘোষণা প্রত্যাখ্যান করে ফের আন্দোলনের ডাক দিয়েছেন শ্রমিক নেতারা।

শুক্রবার (১০ নভেম্বর) বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা করেন তারা।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনের তোপখানা রোডে মজুরি বোর্ডের সামনে কয়েকটি গার্মেন্টস সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

এ সময় শ্রমিক আন্দোলনের সমন্বয়ক তাসলিমা আখতার জানান, মজুরি বোর্ড যে প্রহসনের প্রস্তাব মন্ত্রণালয়ে দিয়েছে, তা দেশের ৪০ লক্ষ শ্রমিক প্রত্যাখ্যান করেছে। শ্রমিকেরা কখনোই এ প্রস্তাব মেনে নেবে না।

তিনি আরও বলেন, মালিকপক্ষ ও সরকার শ্রমিকদের কখনোই মানুষ মনে করে না। শুক্রবার আমরা বিক্ষোভ কর্মসূচির আহ্বান করছি। সেখান থেকে আমরা বৃহত্তর কর্মসূচির ঘোষণা করবো।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ জানান, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিতে এ মজুরি অপ্রতুল। ১২৫০০ টাকায় এখন কোনোভাবেই একজন শ্রমিকের জীবন চলবে না। এ মজুরি পরিবর্তন করে শ্রমিকদের বাঁচার মতো মজুরি নির্ধারণ করতে হবে।

এ দিন বিকেলে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২৫০০ টাকা নির্ধারণ করে সরকার। সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে নতুন এ মজুরি ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

প্রতিমন্ত্রী বলেন, সভায় অংশ নেয়া শ্রমিক প্রতিনিধি এ সিদ্ধান্ত গ্রহণযোগ্য বলে মনে করে। আগামী ১ ডিসেম্বর থেকে এ মজুরি কার্যকর হবে।

প্রসঙ্গত, গত ২ সপ্তাহ ধরে ন্যূনতম মজুরি ২৩০০০ টাকা করার দাবিতে দেশের পোশাক শ্রমিকেরা আন্দোলন করছেন। এতে বেশকিছু কারখানা সাময়িকভাবে বন্ধ রয়েছে। চলতি সপ্তাহ থেকে বন্ধ কারখানাগুলো ধীরে ধীরে চালু হতে শুরু করেছে।

এর আগে সর্বশেষ ২০১৮ সালে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী, পোশাক শ্রমিকরা ৮০০০ টাকা ন্যূনতম মজুরি পাচ্ছিলেন। সে হিসেবে আগের তুলনায় ন্যূনতম মজুরি ৪৫০০ টাকা বেড়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে চারজন আটক 

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার কাচিকাট...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

শ্রীমঙ্গলে ‘হারমোনি উৎসব’ স্থগিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রী...

বান্দরবানে জেলা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্...

ধোবাউড়ায় জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার(১৬ ডিসেম্বর )বিকাল ২টায় ধোবাউড়া মোহাম্মদিয...

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দিল কক্সবাজার জেলা প্রশাসন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও...

মনোহরদীতে মহান বিজয় দিবস উদযাপন

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় ও গৌরবময় দিন...

নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ প্রার্থী

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা