সংগৃহিত
বিনোদন

লোকসানের মুখে ‘পুষ্পা টু

বিনোদন ডেস্ক: আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘পুষ্পা’। ২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি রীতিমতো ঝড় তোলে বক্স অফিসে। বর্তমানে ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় পার্ট নির্মাণে ব্যস্ত রয়েছেন পরিচালক সুকুমার। চলতি বছরেই মুক্তির কথা রয়েছে সিনেমাটির। কিন্তু তার আগেই কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে নির্মাতাকে।

আল্লু অর্জুন ও রাশমিকার মতো এই সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। ‘পুষ্পা’ সিনেমায় আইপিএস অফিসার ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। মূলত এই অভিনেতার জন্যই অর্ধ কোটি টাকার বেশি লোকসানের মুখে পড়েছেন নির্মাতা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ফাহাদ ফাসিলের জন্য ‘পুষ্পা টু’ সিনেমার মুক্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন নির্মাতারা। কারণ, এই সিনেমার শুটিংয়ের জন্য জানুয়ারি-ফেব্রুয়ারি মাস সময় দিয়েছিলেন ফাহাদ ফাসিল। কিন্তু নির্মাতা তার পরিকল্পনা পরিবর্তন করেন। এতে অভিনেতার ওই সময়টা নষ্ট হয় এবং সিনেমাটি নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি।

এরপর একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ফাহাদ ফাসিল। যার ফলে ‘পুষ্পা টু’র শুটিংয়ের জন্য নতুন করে শিডিউল দিতে পারছেন না এবং শুটিং বন্ধ রয়েছে। শুটিং দেরি হওয়ার কারণে ৪০ কোটি রুপি লোকসানের মুখে পড়বেন নির্মাতা। যা বাংলাদেশি মুদ্রায় ৫৬ কোটি টাকার বেশি। জানা গেছে, ‘পুষ্পা’র জন্য ৩ কোটি ৫০ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন ফাহাদ ফাসিল। কিন্তু সিনেমার সাফল্যের পর পাল্টে গেছে পুরো প্রেক্ষাপট। ‘পুষ্পা টু’ সিনেমার জন্য ৮ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা।

সিনেমার প্রথম ফ্র্যাঞ্চাইজির চেয়ে ‘পুষ্পা টু’ আরও বেশি চমকপ্রদ হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মাতারা। শুধু তাই নয়, এর বাজেটও থাকছে প্রথম সিনেমার তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার বাজেট ধরা হয়েছে ৪০০ কোটি রুপি। ‘পুষ্পা টু’ সিনেমায় একজন চন্দন কাঠের পাচারকারীর চরিত্রে আল্লু অর্জুন এবং তার প্রেমিকা শ্রীবল্লীর (দুধ বিক্রেতা) ভূমিকায় দেখা যাবে রাশমিকাকে।

প্রসঙ্গত, আগামী ৬ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে ‘পুষ্পা টু’ সিনেমার। তবে আপাতত শুটিং বন্ধ থাকায় আবারও সংশয় তৈরি হয়েছে সিনেমাটির মুক্তি নিয়ে। আল্লু অর্জুন, রাশমিকা ও ফাহাদ ফসিল ছাড়াও সিনেমায় আরও অভিনয় করছেন, প্রকাশ রাজ, সুনীল, রাও রমেশ প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণভবনই থেকে এসেছিল হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত

জুলাই মাসে ঢাকায় সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় রাজনৈতিক সিদ্ধান্তে হেলিক...

বৈষম্যবিরোধী নেতা রিয়াদের আরেকটি বাসার খোঁজ, মিলল নগদ টাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আর...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

উলিপুরে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম...

যুক্তরাষ্ট্রে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত

যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌ...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা