খেলা

লাহোরে নিরাপদ আছে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় দল পাকিস্তানে পা রেখেই নেমে গেছে অনুশীলনে। বুধবার (২৮ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শুরুর আগে বিসিবি জানিয়েছে, সেখানে নিরাপদেই আছে বাংলাদেশ দল।

পাকিস্তানে পৌঁছানোর আগেই অবশ্য বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। সবচেয়ে অভিজ্ঞ টি-টোয়েন্টি বোলার মুস্তাফিজুর রহমান চোটের কারণে ছিটকে গেছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় নিজের বোলিংয়ে একটি বল থামাতে গিয়ে আঙুলে চোট পান তিনি। এরপরই তাকে সিরিজ থেকে বাদ দিতে হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজের জায়গায় ডেকে নিয়েছে ডানহাতি পেসার খালেদ আহমেদকে। সম্প্রতি তিনি মিরপুরে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি সিরিজ শেষ করেছেন। জরুরি ভিত্তিতে খালেদকে পাকিস্তানে উড়িয়ে নেওয়া হয়েছে।

এছাড়াও চোটে পড়েছেন সৌম্য সরকার। তার জায়গায় নেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজকে। তিনি আগেই পাকিস্তানে ছিলেন, লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছেন।

সংযুক্ত আরব আমিরাত সিরিজ শেষে পিএসএল খেলতে গিয়েছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তা শেষ করে দলে যোগ দিয়েছেন তিনিও। এবারের পিএসএলে লাহোর কালান্দার্সকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রিশাদ। তিনি ও মিরাজ দুজনেই এখন বাংলাদেশের ক্যাম্পে যোগ দিয়েছেন এবং সোমবার সন্ধ্যায় দলের প্রথম অনুশীলনেও অংশ নিয়েছেন।

পাকিস্তানে নিরাপত্তা নিয়ে আগে থেকেই নানা প্রশ্ন থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার বাড়তি সতর্কতা নিয়েছে। দলের সঙ্গে পাঠানো হয়েছে অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদকে। তিনি সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে জানান, ‘এখানে এসে যতটুকু দেখেছি, সবকিছু ঠিকঠাক আছে। শহরে কোনো সমস্যা বা অস্থিরতার চিহ্ন দেখা যায়নি।’

তিনি আরও বলেন, ‘আজ (সোমবার) সন্ধ্যা ৭টায় আমাদের প্রথম অনুশীলন সেশন হবে। সেখানেই আমি স্থানীয় নিরাপত্তা প্রধানের সঙ্গে দেখা করব। এরপরই আগামী দিনের পরিকল্পনা আরও স্পষ্ট হবে।’

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠুও জানান, ‘দল ভালো আছে। ওখানে পরিস্থিতিও স্বাভাবিক। খেলোয়াড়দের মানসিকতা ভালো আছে এবং সবাই খেলতে আগ্রহী।’

তিনি আরও জানান, বিসিবির নিরাপত্তা দলও পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট। তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা দল মাঠে সবকিছু তদারকি করছে। পাকিস্তান সব সময়ই অতিথি দলের জন্য ভালো নিরাপত্তা দিয়ে থাকে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই।’

প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ মে, বুধবার। দ্বিতীয় ম্যাচ ৩০ মে এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ১ জুন, রোববার। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের একটি স্...

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

ডেঙ্গু রোগীদের চিকিৎসা আরও সুশৃঙ্খল করতে সরকারি হাসপাতালগুলোকে নতুন নির্দেশনা...

ক্রীড়া পরিদপ্তরে দুদকের অভিযান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প...

এক লাফে ট্যারিফ বাড়ল গড়ে ৪০ শতাংশ

বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়...

বগুড়ায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে এক নারী ও তার কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা