রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে ভিজিএফের চাল না পেয়ে বিক্ষোভে ক্ষুব্ধ জেলেরা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলায় ভিজিএফের খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন কার্ডধারী জেলেরা। সোমবার (২৬ মে) দুপুর ১২টা থেকে উপজেলার মৎস্য অফিসের সামনে শতাধিক জেলে জড়ো হয়ে এই বিক্ষোভে অংশ নেন। তাঁরা ‘প্রকৃত জেলে হয়েও চাল পাচ্ছি না’ অভিযোগ করে স্লোগান দেন এবং দ্রুত তালিকা সংশোধনের দাবি জানান।

সরকার প্রতি বছর জাটকা আহরণ বন্ধ রাখার সময় মৎস্যজীবী পরিবারের জন্য দুবারে মোট ১৬০ কেজি করে চাল বরাদ্দ দেয়, যার মাধ্যমে একটি পরিবারকে ৮০ কেজি করে চাল দেওয়া হয়। এবারের বরাদ্দে অনেক জেলে বাদ পড়ায় অসন্তোষ দেখা দেয়। ভবানীপুর গ্রামের জেলে কমল বিশ্বাস বলেন, “গত বছর আমি এই চাল পেয়েছি। আমার ইলিশ মাছ ধরার বৈধ কার্ডও আছে। অথচ এবার আমার নাম নেই। আমরা প্রকৃত জেলে—পুরুষানুক্রমে আমরা মাছ ধরেই জীবিকা চালাই। এখন আমাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমার উপর খুবই অন্যায় করা হ‌য়ে‌ছে।”

সদরের লক্ষীকোল গ্রামের জেলে সালাম মণ্ডল বলেন, “নদীতে এখন ইলিশ ধরতে দেওয়া হয় না। আবার সরকারি সহায়তাও পাওয়া যাচ্ছে না। গত বছর চাল পেয়েছি, এবার বাদ পড়েছি। কার্ড থাকা সত্ত্বেও চাল না পেলে আমরা বাঁচব কীভাবে? অন‌্য ভ‌্যান চালক ও মুদি দোকা‌নিও চাল পা‌চ্ছে”।

জেলেদের অভিযোগ- তালিকা তৈরির ক্ষেত্রে অনিয়ম ও রাজনৈতিক পক্ষপাতিত্ব হয়েছে। কেউ কেউ দাবি করেন, প্রকৃত জেলে বাদ পড়ে অনেকে সুবিধাভোগী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার হালিমা সরদার। তিনি বলেন, “গত বছর আমরা ২,১০০ জেলের জন্য চাল পেয়েছিলাম। এবার বরাদ্দ এসেছে মাত্র ১,৪০০ জনের জন্য। ফলে স্বাভাবিকভাবেই প্রায় ৭০০ জন জেলে বাদ পড়েছে। এখানে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই। আমরা কেন্দ্রীয়ভাবে নির্ধারিত তালিকা অনুযায়ী চাল বিতরণ করি।”

তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ভবিষ্যতে বরাদ্দ বাড়ানোর জন্য অনুরোধ করা হবে।

এদিকে ভিজিএফের চাল না পাওয়ায় ক্ষুব্ধ জেলেদের অনেকেই বলেছেন, বরাদ্দ না বাড়লে তারা আবারও বিক্ষোভে নামবেন এবং প্রয়োজন হলে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীর মনোহরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। উদয়ের পথে শুনি কার বাণী—

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

চট্টগ্রামে ছাত্রদল কর্মী হত্যায় আরেক ছাত্রদল কর্মী গ্রেপ্তার

মিরসরাইয়ের বারইয়ারহাটে ছাত্রদলকর্মী তাহমিদ উল্যাহ (১৮) হত্যাকাণ্ডে জড়িত অভিযো...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে রাঙ্গাবালীতে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে পটুয়াখালীর...

বিজয় দিবস উদযাপনে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপি মহান বিজয় দিবস উদযাপনের জন্...

৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযানের দাবি

শরীফ ওসমান হাদির হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আগামী...

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ১৩ মাস বয়সী এক শিশ...

চট্টগ্রামের ফিশারী ঘাট এলাকায় আগুন

চট্টগ্রাম ফিশারি ঘাট এলাকায় ফিশিং বোটে আ/গু/ন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২...

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা