সংগৃহিত
আন্তর্জাতিক
আরব সাগর

ভারতের পর পাকিস্তানের যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: আরব সাগরে ভারতের পর এবার যুদ্ধজাহাজ মোতায়েন করেছে পাকিস্তান। রোববার দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটির নৌবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

সম্প্রতি আরব সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা বৃদ্ধির পর ওই অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করল পাকিস্তান।

রোববার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত ঘটনার পরিপ্রেক্ষিতে’ পাকিস্তান নৌবাহিনী আরব সাগরে তাদের যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। দেশটির নৌবাহিনী বলেছে, যুদ্ধজাহাজ মোতায়েনের উদ্দেশ্য হলো ‘আমাদের এলাকার মধ্য দিয়ে চলাচলকারী পাকিস্তান অভিমুখী এবং আন্তর্জাতিক অন্যান্য জাহাজ চলাচলের নিরাপত্তা রক্ষা করা’।

পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্রের দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের এবং আন্তর্জাতিক সামুদ্রিক যোগাযোগের লাইনকে (সী লাইনস অব কমিউনিকেশনস) নিবিড় নজরদারির মধ্যে রাখতে পাকিস্তান নৌবাহিনী আরব সাগরে নিজেদের স্থায়ী উপস্থিতি নিশ্চিত করছে।’

এক্সপ্রেস ট্রিবিউন বলছে, সী লাইনস অব কমিউনিকেশন বলতে বন্দর এবং উন্মুক্ত পানিপথের মধ্য দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল, নৌ-চলাচল এবং অন্যান্য সামুদ্রিক কার্যকলাপের জন্য প্রতিষ্ঠিত সামুদ্রিক রুট এবং পথগুলোকে বোঝায়। এই রুটগুলো আন্তর্জাতিক বাণিজ্য, পণ্য পরিবহন এবং নৌযান চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাকিস্তানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগের মহাপরিচালকের মতে, দুই থেকে তিনটি যুদ্ধজাহাজ পাকিস্তান অভিমুখে চলাচলকারীসহ আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের রুট ও সংলগ্ন এলাকায় নিয়মিত টহল দেবে।

তিনি আরও বলেছেন, ‘(এটি ছাড়াও) আমাদের সামুদ্রিক এলাকার মধ্য দিয়ে যাওয়া আন্তর্জাতিক রুটের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিমানের মাধ্যমে আকাশপথেও ব্যাপক নজরদারি করা হচ্ছে।’

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে চির প্রতিদ্বন্দ্বী ভারতও আরব সাগরে তাদের তিনটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। মূলত লোহিত সাগর, এডেন উপসাগর এবং মধ্য ও উত্তর আরব সাগর বরাবর যে আন্তর্জাতিক বাণিজ্যিক চ্যানেল রয়েছে, সাম্প্রতিক সময়ে সেখানে হামলা ব্যাপকহারে বেড়েছে। এই এলাকায় একের পর এক বাণিজ্যিক জাহাজ হামলার মুখেও পড়েছে।

গত মাসে, আরব সাগরের কাছে লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাংকার জাহাজ এমভি কেম প্লুটোতে ড্রোন হামলা হয়। সেই জাহাজটিতেও ২১ জন ভারতীয় ছিলেন ক্রু সদস্য হিসেবে। এমভি কেম প্লুটো ছাড়াও, ভারতের উদ্দেশে রওনা হওয়া আরও একটি বাণিজ্যিক তেল ট্যাংকারের ওপরও একই দিনে দক্ষিণ লোহিত সাগরে ড্রোন হামলা হয়।

সেই হামলার পরই আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করে ভারত। আর এবার নিরাপত্তার কথা উল্লেখ করে যুদ্ধজাহাজ মোতায়েনের কথা জানাল পাকিস্তানও।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কক্সবাজারে নিরাপত্তার ভরসা আপেল মাহমুদ, তাই আপাতত বদলি নয়

শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা শেষ হতেই পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। স...

মনোহরদীতে ‘জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ এর আত্মপ্রকাশ

নরসিংদীর মনোহরদীতে সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার রক্ষা ও বস্তুনিষ্ঠ সাংবাদি...

তারেক রহমানের প্রত্যাবর্তন: ৩০০ ফিটে মহাসমাগম, ঢাকামুখী লাখো নেতাকর্মী

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডি...

হাটহাজারীতে ২৪ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের

চট্টগ্রামের হাটহাজারীতে ২৪ ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া দুটি পৃথক সড়ক দুর্ঘটনায়...

২০২৫ সালের সেরা অ্যানিমেশন: সংস্কৃতি, প্রযুক্তি ও আবেগের নতুন মাত্রা

২০২৫ সালে অ্যানিমেশন জগতে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই বছর প্রকাশিত কিছ...

রাগে অনুশীলন মাঠ ছাড়লেন সুজন, নোয়াখালীর কোচ থাকতে অনিচ্ছুক

বিপিএলের চলতি আসরে প্রথমবার অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। দলটির প্রধান কোচ হ...

হাদির খুনিকে পালাতে সাহায্যের অভিযোগে যুবলীগ নেতা আলোচনায়

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও...

অতিরিক্ত সুন্দর হওয়াই ছিল বাধা, সেখান থেকেই শুরু কৃতি শ্যাননের লড়াই

বলিউডে আজ কৃতি শ্যানন একজন স্বনামধন্য অভিনেত্রী। কিন্তু তার শুরু মোটেই মসৃণ ছ...

ঢাকায় ফিরলো জাইমা রহমানের প্রিয় লোমশ বিড়াল ‘জেবু’।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরে আসার সংবাদে ভিড়...

পরিযায়ী পাখির আগমনে বাইক্কা বিলের সৌন্দর্য্য অপরিসীম

নদী দখল ও দূষণের কারণে ‘নদীমাতৃক’ শব্দটি কিছুটা ভাটা পড়লেও প্রাক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা