সংগৃহিত
খেলা

বার্সা ছাড়ার ঘোষণা দিলেন জাভি

ক্রীড়া ডেস্ক: ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হারের পর ক্ষুব্ধ বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ ঘোষণা দিয়েছেন, এই মৌসুমের পর তিনি আর বার্সার কোচ হিসেবে থাকবেন না। দায়িত্ব ছেড়ে দেবেন।

গত জানুয়ারি থেকেই জাভির ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়। বিশেষ করে স্প্যানিশ সুপারকোপার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে এবং গত সপ্তাহেই কোপা ডেল রে’র কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৪-২ গোলে হারের পর এবার ভিয়ারিয়ালের কাছে ৫-৩ গোলে হার।

এভাবে একের পর এক পরাজয়ের কারণে জাভি নিজেও ছিলেন প্রচণ্ড চাপে। যে কারণে তিনি ঘোষণা দিয়েই দিলেন, বার্সার কোচ হিসেবে আর থাকবেন না। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে বরখাস্ত করার আগে নিজেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

দায়িত্ব নেয়ার পর থেকে বার্সেলোনা ক্লাবটাকে গড়ার চেষ্টা করে যাচ্ছিলেন জাভি হার্নান্দেজ। সোনালী প্রজন্মের বিদায়ের পর ক্লাবটি যে দুর্দশায় পতিত হয়েছিলো, সেখান থেকে একে তুলে আনা চাট্টিখানি কথা নয়। এছাড়াও বার্সার ওপর আছে ফাইনান্সিয়াল নিষেধাজ্ঞা। যে কারণে দলবদলের বাজারেও তেমন প্রভাব রাখতে পারছে না তারা।

যার ফলশ্রুতিতে মনের মত একটি দল গড়তে পারেননি জাভি। যে কারণে তার আমলে প্রতিটি চ্যাম্পিয়ন্স লিগেই বার্সেলোনা ভালো করতে পারেনি। একটি লা লিগা শিরোপা জিতেছিলেন শুধু। এছাড়া আর সাফল্য বলতে কিছু নেই জাভির।

২০২৫ সাল পর্যন্ত কোচের দায়িত্বে চুক্তি নবায়ন করেছিলেন জাভি। কিন্তু দলের যে অবস্থা, তাতে সিদ্ধান্তটা এখনই নিতে হলো। জাভি বললেন, ‘আমি ভিয়ারিয়াল ম্যাচের কয়েকদিন আগেই সিদ্ধান্তটা নিয়েছি। আর ম্যাচের পর মনে হচ্ছে, এটাই সঠিক সময় যে সিদ্ধান্তটা জানিয়ে দেয়ার।’

ঘোষণা দিতে গিয়ে জাভি বলেন, ‘আমি ঘোষণা করতে চাই যে, চলতি মৌসুমের পর থেকে আমি আর বার্সার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবো না।’

এখনই কেন ঘোষণাটা দিলেন? সে জবাব দিয়েছেন জাভি। তিনি বলেন, ‘আগে থেকে সিদ্ধান্তটা জানিয়ে দিলে সুবিধা হয় যে, ক্লাব এ ক্ষেত্রে তাদের কাজ করতে সুবিধা পাবে। অনেকগুলো পরিবর্তন প্রয়োজন ক্লাবের।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুশীলা কারকির উত্থান যেভাবে

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারকি দেশটির অন্তর্বর্তী সরকারের প্...

১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্য...

রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধের ঘট...

আয়ের দিক দিয়ে ফের মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো

রেকর্ডের দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির হাড্ডাহাড্ডি লড়াই চলে। কিন্...

সাবালেঙ্কার সাফল্যের রহস্য

সদ্য ইউএস ওপেন নারী এককের শিরোপাজয়ী বেলারুশের টেনিসকন্যা আরিনা সাবালেঙ্কা নিজ...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তাঁরা জুলাই শহীদ 

রাজধানীর ওয়ারীতে গত বছরের ১৪ আগস্ট কুপিয়ে হত্যা করা হয় বিএনপি নেতা মো. আল-আমি...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

নুরাল পাগলা দরবারে হামলা, গোয়ালন্দে ওসির পর ইউএনওর বদলি

রাজবাড়ীর গোয়ালন্দে নুর‌াল পাগ‌লার দরবার ও বাড়িতে হামলা ও মরদেহে আগু...

বিশ্বের নতুন দ্রুততম মানবী জেফারসন–উডেন

নতুন দ্রুততম মানবী পেল বিশ্ব। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা