সংগৃহিত
অপরাধ

ফরিদপুরে ২ মাদক কারবারি গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

গ্রেফতারকৃতরা হলেন- বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রামের রমজান বিশ্বাস (২৫) এবং পাশের কলারন গ্রামের মনু মিয়া (৪২)।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (খ সার্কেল) মো. রাজা মিয়া বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলাটি করেন।

২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) /৪১ ধারায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা এবং একে অপরকে সহযোগিতা করার অপরাধে এ মামলা করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের টিম রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বোয়ালমারী পৌরসভার কারিকরপাড়া থেকে ওই ২ জনকে আটক করে।

এ সময় তাদের দেহ তল্লাশি করে পরনের প্যান্ট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (খ সার্কেল) মো. রাজা মিয়া বাদী হয়ে সোমবার বোয়ালমারী থানায় মামলাটি করেন। মামলা শেষে আসামিদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক (খ সার্কেল) মো. রাজা মিয়া বলেন, আসামিদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা