আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ ফ্রেরুয়ারি) এক প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়। গতকাল রাত সাড়ে দশটায় ৫২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত ইমন হোসেন (২৩) উপজেলার বোয়ালখালী ইউনিয়নের জামতলী এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানা পুলিশ। উপজেলার বোয়ালখালী ইউনিয়নের জামতলী আনসার ক্যাম্প এলাকায়। বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ইমন হোসেনকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে তার কাছে থাকা ৫২ পিস ইয়াবাসহ আটক করেন।
আটককৃত বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর দৈনিক আমার বাঙলাকে জানান, জেলায় সকল ধরনের অপরাদ দমনের পাশাপাশি পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে ও মাদক চোরাকারবারির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            