ফেনী প্রতিনিধি
সারাদেশ

পরশুরাম সীমান্তে নোম্যান্সল্যান্ডে ভারতের খাল খনন; বিজিবির প্রতিবাদ

ফেনী প্রতিনিধি

ফেনীর পরশুরাম সীমান্তের নোম্যান্সল্যান্ডে খাল খনন করেছে ভারতীয়রা। শনিবার (১ জুন) বিকাল থেকে বল্লামুখা বেড়িবাঁধের পাশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সহযোগিতায় এ খাল খনন সম্পন্ন করে তারা। এ ঘটনায় পশুরাম এলাকায় আতংক বিরাজ করছে।

এদিকে বিকাল ৪ টার দিকে বিএসএফের সাথে দ্বিপক্ষীয় পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে মির্জানগর ইউনিয়নের পূর্ব রাঙ্গামাটিয়া গ্রামে বল্লামুখার বেড়িবাঁধ থেকে প্রায় ১শ গজ উত্তরে ২১৫৭,১১-এস সীমান্ত পিলার সংলগ্ন স্থানে খাল খননের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধায় পিছু হটে বিএসএফ ও ভারতীয়রা। পরে রাতের আঁধারে কয়েকদিন ধরে তারা খালটি খনন করে।

বিজিবি সূত্র জানায়, বল্লামুখায় নতুন করে বাঁধ দেয়ার ফলে, বৃষ্টির পানি জমে ভারতের বিএসএফ ক্যাম্পসহ আশপাশের গ্রাম প্লাবিত হচ্ছে। এর আগে দক্ষিণ ত্রিপুরার বৃষ্টির পানি বাঁধের বিভিন্ন পরশুরাম সীমান্তে নোম্যান্সল্যান্ডেই ড্রেন দিয়ে নিষ্কাশন করা যায়। পূর্ব রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা মো. মজনু বলেন, খালটি কাটার কারণে আবারও বাংলাদেশে পানি প্রবেশ করবে। ২১৫৭,১১-এস সীমান্ত পিলারের সাথে একটি বাঁধ দেয়া হলে ভারতের পানি সীমান্তবর্তী গ্রাম পূর্ব রাঙ্গামাটি, পশ্চিম রাঙ্গামাটি ও নিজ কালিকাপুর গ্রামে প্রবেশ করবে না।

এদিকে নোম্যান্সল্যান্ডের ২০-৩০ মিটারে ড্রেন নির্মাণের বিষয়ে ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে বিষয়টি জানতে চাইলে বিএসএফ জানায়, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। বন্যার পানি বা বাংলাদেশের বাঁধের ক্ষতি হবে না।

তারা খাল কাটার কারণে আবারও বাংলাদেশে পানি প্রবেশ করবে। ২১৫৭,১১-এস সীমান্ত পিলারের সাথে একটি বাঁধ দেওয়া হলে ভারতের পানি সীমান্তবর্তী গ্রাম পূর্ব রাঙ্গামাটি, পশ্চিম রাঙ্গামাটি ও নিজ কালিকাপুর গ্রামে প্রবেশ করবে। ভারত তাদের জায়গায় নতুন করে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করছে, যেন অতিরিক্ত বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা যাতে তৈরি না হয় ।

ভারতের সীমান্ত বাহিনী বিএসএফ, প্রতিবাদের এক পর্যায়ে তারা বলেন, বাংলাদেশও নোম্যান্সল্যান্ডে বাঁধ তৈরি করেছে এবং যার ফলে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নিজ বিজিবির কালিকাপুর ক্যাম্প কমান্ডার সুবেদার হানিফ ও ভারতের পক্ষে আইসিনগর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, তাদের খাল খননের জায়গা নোম্যান্সল্যান্ডে হওয়ায় বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। কাজ বন্ধ রয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিক তারিকুল শিবলীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের সামনে ডাকসু নির্বাচনের লাইভ করার সময় চ্যানেল এ...

ডাকসু ও হল সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এক পোলিং অফিসারকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন চলাকালে কা...

নিয়ম ভেঙে ভোট কেন্দ্রে ঢুকলেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে ভোটগ্...

এবার নেপালের প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন

ব্যাপক দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদ...

আবার কেন আলোচনায় আমান্ডা স্ট্যাভেলি

ফুটবল ক্লাব কেনাবেঁচার খবর যাঁরা গভীরভাবে অনুসরণ করেন, তাঁদের কাছে নামটা পরিচ...

জনদাবী উপেক্ষা করেই কদমরসুল সেতুর নির্মাণ কাজ শুরু

সুবিধাভোগী জনগণের দাবী উপেক্ষা এবং বিতর্কের মধ্যেই নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী...

সুনামগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে বাজারে জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ

সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে অন্যের দোকানের জমি...

দৌলতপুরে আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ২ জ...

স্ত্রীর চিকিৎসায় সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গি...

ডাকসু নির্বাচন নিয়ে ফেসবুকে পোস্ট, ব্রাহ্মণবাড়িয়ার সেই ওসি প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেনকে তার কর্মস্থল থেকে সরিয়ে নেওয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা