রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে গরুবোঝাই ট্রাক উল্টে প্রাণ গেল ২ জনের

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গরুবোঝাই একটি ট্রাক উল্টে ২ জন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুটি গরুরও মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও আফজালপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৩০)। তারা পেশায় গরু ব্যবসায়ী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুষ্টিয়ার মধুপুর এলাকা থেকে ১৪টি গরু নিয়ে একটি ট্রাক ঢাকার হাটে বিক্রির উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটিতে ১৪টি গরুর পাশাপাশি ১০ জন গরুর মালিক বা সহযোগী ছিলেন, যারা ট্রাকের উপরে বসা অবস্থায় যাত্রা করছিলেন।

বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। সঙ্গে সঙ্গে খবর পেয়ে কালুখালী উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত‌দের দ্রুত কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনায় ট্রাকে থাকা দুটি গরুও ঘটনাস্থলেই মারা যায়।

ট্রাকে থাকা গরু ব্যবসায়ী মো: শফিউদ্দিন বলেন, আমরা কুষ্টিয়ার মধুপুর থেকে গরু নি‌য়ে ঢাকা যাচ্ছিলাম। ট্রাকের চালক দ্রুত গ‌তি‌তে চালা‌চ্ছিল ট্রাক। আমরা বার বার ট্রাক চালককে বলছি বৃষ্টি হচ্ছে আস্তে চালাও। সে আমাদের কথা শোনে নাই। হঠাৎ একটা শব্দ হলো । তারপরই আমরা রাস্তার পাশে পানির খাদে পড়ে যায়। আমা‌দের সা‌থের দুজন ম‌ারা গে‌ছে।

কালুখালি ফায়ার স্টেশনের ইনচার্জ মো: জিল্লুর রহমান বলেন, মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি একটি পশুবাহী ট্রাক উল্টে খাদে পড়েছে। এসে স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের নিচ থেকে ২ জন গরু ব্যবসায়ীর মৃত দেহ উদ্ধার করি।

ঘটনার বিষয়ে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ বলেন, “ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। ব্যাটারিচালিত একটি অটোকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খাদের মধ্যে উল্টে পড়ে যায়। আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছাই এবং উদ্ধার তৎপরতা চালাই। ঘটনাস্থলেই দুই জন মারা গেছেন। এখনও ঘটনাস্থলে আমাদের দল কাজ করছে।”

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের কাজ চলছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হ‌বে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারী উচ্চশিক্ষা সংকোচনে ইডেন কলেজের উদ্বেগ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' প্রতিষ্ঠা...

ডাকাতি–সন্ত্রাসের প্রতিবাদে শিবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সন্ত্রাস, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রত...

অনলাইনে অনৈতিক বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক

অনলাইন জুয়া, পর্নোগ্রাফি ও অনৈতিক বিজ্ঞাপন প্রচার প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়...

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে আগুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। তবে ফ...

ফিফা র‌্যাংকিং : এক ধাপ এগিয়ে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে প্রথম লেগে দারুণ লড়াই করেছে বাংলাদেশ।...

নারী উচ্চশিক্ষা সংকোচনে ইডেন কলেজের উদ্বেগ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' প্রতিষ্ঠা...

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে আগুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। তবে ফ...

জুলাই যোদ্ধাদের কাছে সালাহউদ্দিনকে ক্ষমা চাওয়ার আহ্বান নাহিদের

জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ এলাকায় বিশৃঙ্খলা করেছে- বিএ...

অনলাইনে অনৈতিক বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক

অনলাইন জুয়া, পর্নোগ্রাফি ও অনৈতিক বিজ্ঞাপন প্রচার প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়...

ফিফা র‌্যাংকিং : এক ধাপ এগিয়ে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে প্রথম লেগে দারুণ লড়াই করেছে বাংলাদেশ।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা