সংগৃহিত
আন্তর্জাতিক

নেসেটে নেতানিয়াহুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক: গাজা যুদ্ধ ও জিম্মিদের মুক্ত করতে না পারায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি দেশটির জনগণের ক্ষোভ বাড়ছে। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্ত করার ক্ষেত্রে ব্যাপক সমালোচিত হচ্ছে প্রধানমন্ত্রীর আগ্রহের ‘ঘাটতি’।

এরই ধারাবাহিকতায় এবার ইসরায়েলের তা’ল পার্টির এমপিরা বলেছেন, তারা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের প্রতি অনাস্থা ভোট চাইবেন।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তা’ল নামে পরিচিত আরব মুভমেন্ট ফর রিনিউয়াল পার্টি রোববার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছে, তারা সোমবার নেসেটে (ইসরায়েলের সংসদ) নেতানিয়াহুর সরকারের প্রতি অনাস্থা ভোটের জন্য একটি প্রস্তাব পেশ করবে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবে গাজা যুদ্ধের অবসান, বন্দী বিনিময় চুক্তিতে পৌঁছানো এবং শান্তি প্রতিষ্ঠার জন্য একটি রাজনৈতিক পথ চালু করার আহ্বান জানানো হবে।

প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, নেতানিয়াহুর সরকার বন্দী বিনিময় ও জিম্মিদের উদ্ধার সংক্রান্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পথে বাধা দেয়, কারণ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এটিকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একটি ন্যায্য শান্তি চুক্তির দিকে এগিয়ে যাওয়া, একটি নতুন রাজনৈতিক পথের সূচনা করতে যুদ্ধের অবসানের বিকল্প নেই।

অনাস্থা ভোট পাসের জন্য ১২০ আসনের নেসেটে ৬১ ভোট প্রয়োজন। নেসেটে নেতানিয়াহুর জোটের সংখ্যাগরিষ্ঠ ৬৪টি আসন রয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালালে প্রায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হোন। এর প্রতিশোধ নিতে সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। গাজায় ফিলিস্তিনির ওপর ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

গত শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে গাজায় গণহত্যা প্রতিরোধের নির্দেশ দিয়েছে। তবে আন্তজার্তিক আদালতের রায় উপেক্ষা করে গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৬ হাজার ৪২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৬৫ হাজার ৮৭ জন ফিলিস্তিনি।

ইসরায়েলি আক্রমণের ফলে গাজার জনসংখ্যার ৮৬ শতাংশ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। খাবার, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটে দেখা দিয়েছে। জাতিসংঘের মতে, গাজার ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল...

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ায় ছবি তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলায় কর্মরত ডিএসবি’র ইন্স...

কুষ্টিয়া ও দৌলতপুর সীমান্তে ২ কোটি ৬১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বি...

নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ প্রার্থী

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নার...

মহান বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূ...

মুস্তাফিজের সুখবরেও ‘ট্রিট’ নিয়ে সংশয়ে শান্ত

আইপিএল নিলামে নতুন এক ইতিহাস গড়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমা...

অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ১৬ জেলে আটক

সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জ...

শীতে কাঁপছে তেঁতুলিয়া, এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীত যেন নিজের অবস্থান পাকাপোক্ত করে ফেলেছে। টানা এক সপ্তা...

৫২ বিজিবির অভিযানে ট্রাকসহ সোয়া কোটি টাকার ভারতীয় জিরা আটক

মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর একটি বিশেষ ট...

১১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল চসিক

বীর মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মন্তব্য করেছেন সিটি কর্প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা