রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার ও বাড়িতে হামলা ও মরদেহে আগুনের ঘটনার আলোচনা- সমালোচনার মধ্যেই থানার ওসির পর এবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. নাহিদুর রহমানকে বদলি করা হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বিষয়টি বদলির নিশ্চিত করেছেন।
এর আগে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণ-১ শাখার যুগ্ম-সচিব আবুল হায়াত মো. রফিক সই করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়েছে। তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক পদে পদায়ন করা হয়েছে
প্রজ্ঞাপনে বলা হয়, কর্মকর্তাকে (সিনিয়র সহকারী সচিব) বদলিপূর্বক বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানকে (১৮১৭৮) প্রেষণে নিয়োগের নিমিত্তে তার চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী ২১ সেপ্টেম্বর অপরাহ্ণ থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হবেন।
এ বিষয়ে ইউএনও নাহিদুর রহমান বলেন, এটি সরকারি চাকরির নিয়মিত বদলির অংশমাত্র। এর সঙ্গে অন্য কোনো বিষয় সম্পৃক্ত নয়। আমাকে যেখানে বদলি করা হয়েছে সেখানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।
এদিকে গোয়ালন্দের ইউএনও মো. নাহিদুর রহমানকে বদলি করা হলেও এখনও নতুন করে কাউকে দ্বায়িত্ব দেওয়া হয় নাই। ২০২৪ সালের ২৪ ডিসেম্বর মো. নাহিদুর রহমান ইউএনও হিসাবে গোয়ালন্দ উপজেলায় যোগদান করেন ।
এর আগে শুক্রবার এক অফিস আদেশে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামকে রাজবাড়ী পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের অপরাধ শাখার পুলিশ পরিদর্শক (ক্রাইম) হিসেবে বদলি করা হয়। একই সঙ্গে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনকে গোয়ালন্দ ঘাট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।
গত ৫ সেপ্টেম্বর নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট এবং দরবারের একজন ভক্ত নিহতসহ নুরাল পাগলের মরদেগ করব থেকে তুলে পোড়ানোর ঘটনা ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। দুটি মামলায় প্রায় ৭ হাজার জনকে আসামি করা হয়েছে। আলোচিত এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রশাসনের বিরুদ্ধে দ্বায়িত্ব অবহেলার অভিযোগ ওঠে।
আমারবাঙলা/এফএইচ
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            