ছবি: সংগৃহীত
সারাদেশ

নির্বাচন ঘিরে ঢাকায় নিরাপত্তায় থাকবে ২৫ হাজার পুলিশ

আমার বাঙলা ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রগুলোতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।ভোটের দিন রাজধানীর ২ হাজার ১৩১টি কেন্দ্রকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। এসব কেন্দ্রে প্রায় ২৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুলিশের পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে আনসার বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। প্রতি কেন্দ্রে ১০ জন আনসার সদস্যের সঙ্গে সহকারী সেকশন কমান্ডার পদমর্যাদার একজন সদস্য অস্ত্রসহ দায়িত্বে থাকবেন। এ ছাড়া প্রিসাইডিং কর্মকর্তার ব্যক্তিগত নিরাপত্তায় থাকবেন আরও একজন সশস্ত্র আনসার সদস্য।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিকল্পনায় ভোটকেন্দ্রগুলোকে ঝুঁকির মাত্রা অনুযায়ী ‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’—এই দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে তিনজন করে সশস্ত্র পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, আর সাধারণ কেন্দ্রগুলোতে থাকবেন দুজন করে পুলিশ সদস্য। কোনো একটি ভেন্যুতে একাধিক কেন্দ্র থাকলে সেখানে পাঁচজন পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের দায়িত্বে থাকা সব পুলিশ সদস্যের কাছেই থাকবে আগ্নেয়াস্ত্র।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় নির্বাচনে রাজধানীর পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদেশি পর্যবেক্ষক, আন্তর্জাতিক সংস্থা এবং দেশি-বিদেশি গণমাধ্যমের বড় অংশ ঢাকায় অবস্থান করবে। ফলে নির্বাচন কতটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হচ্ছে—তার বড় একটি মূল্যায়ন নির্ভর করবে ঢাকার ভোটকেন্দ্রগুলোর পরিবেশের ওপর। এ কারণেই রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে।

নির্বাচন উপলক্ষে পুলিশ মোতায়েন, যানবাহন নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নিয়ে ডিএমপির সদর দপ্তরে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আটটি অপরাধ বিভাগের উপকমিশনার, ট্রাফিক বিভাগের শীর্ষ কর্মকর্তারা এবং র‍্যাবের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ভোটকেন্দ্রের বাইরের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সঙ্গে সমন্বয়ে কাজ করবে র‍্যাব। ডিএমপির প্রতিটি অপরাধ বিভাগে র‍্যাবের ছয়টি করে দল মোতায়েন থাকবে। পাশাপাশি পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক মাঠে সক্রিয় থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা সাত দিন পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং কোস্টগার্ড মাঠে দায়িত্ব পালন করবে।

ডিএমপি সূত্রে আরও জানা গেছে, রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস, মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট কার্যালয়, গুলশান কূটনৈতিক এলাকা এবং উত্তরা এলাকায় চারটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হচ্ছে। এ ছাড়া ডিএমপির আটটি অপরাধ বিভাগে থাকবে আলাদা সাব-কন্ট্রোল রুম, যেখান থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদীর মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কা...

কুষ্টিয়ায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থীর পোস্টারে ৮ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি মনোনীত এক সংসদ সদস্য প্রার্থ...

জকসু নির্বাচন তো হলো, কিন্তু নির্বাচিতরা বসবেন কোথায়

প্রতিষ্ঠার পর প্রথম ছাত্র সংসদ নির্বাচন হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তাতে যে প...

লোকালয়ে ঢুকে পড়ছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক বছরে উদ্ধার ৬৭টি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন লোকালয় থেকে গত এক বছরে মোট ৬৭টি বন্যপ্...

নির্বাচন জনগণের হাতছাড়া হলে পুনরায় তা ফিরবে কবে কেউ জানে না: শফিকুর রহমান

এবারের নির্বাচন জনগণের হাতছাড়া হলে পুনরায় তা ফিরবে কবে, কেউ জানে না এমন মন্ত...

শিক্ষা মানে শুধু চাকরি নয়, সৃজনশীল নেতৃত্ব তৈরির মাধ্যম: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষাব্যবস্থার লক্ষ্য শুধু চাকরির...

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে, কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে টানা কয়েক দিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ...

কুষ্টিয়ায় রহস্যজনক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে চাম্পা (৪৫) নামে এক নারীর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করে...

পবিত্র ওমরাহ শেষে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করলেন পূর্ণিমা

চিত্রনায়িকা পূর্ণিমা পবিত্র ওমরাহ পালন করে ধর্মীয় অনুভূতির মুহূর্তগুলো ভাগ কর...

নির্বাচন ঘিরে ঢাকায় নিরাপত্তায় থাকবে ২৫ হাজার পুলিশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রগুলোতে নজিরবিহীন নিরাপত্তা ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা