ছবি: বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি
সারাদেশ

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে নরসিংদী পৌরশহরের বড় বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনাকালে এ হামলার ঘটনা ঘটে। এতে নরসিংদী পৌর প্রশাসনের দুজন কর্মচারীসহ মোট চারজন আহত হয়েছেন।

জেলা প্রশাসন ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে নরসিংদী পৌরসভা মোড় থেকে বড় বাজার এলাকায় অভিযান শুরু হয়। ফলপট্টিতে অভিযান চালানোর সময় একদল দুর্বৃত্ত 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে থাকে এবং একপর্যায়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

হামলায় আহত ব্যক্তিরা হলেন নরসিংদী পৌরসভার ভেকুচালক টিপু সুলতান, নিরাপত্তা কর্মী সবুজ মিয়া, এবং ছাত্র প্রতিনিধি রাকিব মিয়া-সহ আরও একজন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত ভেকুচালক টিপু সুলতান বলেন, "প্রশাসকের নির্দেশে আমরা উচ্ছেদ অভিযানে গিয়েছিলাম। ফলপট্টি এলাকায় গেলে কিছু উচ্ছৃঙ্খল মানুষ স্যারসহ আমাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে। আমি ভেকু নিয়ে সামনে চলে আসার সময় তারা হাতুড়ি ও ইট দিয়ে আমাকে আঘাত করে, এতে আমি গুরুতর আহত হই।"

আহত ছাত্র প্রতিনিধি মোহাম্মদ আলীও জানান, অভিযানে উপস্থিত থাকার সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়, যাতে তারা চারজন আহত হন।

নরসিংদী বাজার বণিক কমিটির সভাপতি বাবুল সরকার দাবি করেন, এই হামলার সঙ্গে কোনো ব্যবসায়ী জড়িত নন। তিনি বলেন, "জেলা প্রশাসনের অভিযানে ব্যবসায়ীরা কোনো হামলা চালায়নি। একদল উচ্ছৃঙ্খল ও দুর্বৃত্ত এই হামলা চালিয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেছি এবং ব্যবসায়ীরা সর্বাত্মক সহযোগিতা করবে।"

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নরসিংদী পৌরসভার প্রশাসক মো. মনোয়ার হোসেন বলেন, "আমরা নিয়মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। বুধবার ফলপট্টিতে অভিযান চালানোর সময় কিছু উচ্ছৃঙ্খল মানুষ আমাদের দিকে তেড়ে এসে হামলা করে। এতে আমাদের পৌরসভার দুজন কর্মচারীসহ চারজন আহত হয়েছেন।"

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা দাবি করেছেন হামলার সঙ্গে তারা জড়িত নন। জেলা প্রশাসক বলেন, "ভ্রাম্যমাণ আদালতের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ হামলার ঘটনায় একটি মামলা দায়েরের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।" তিনি আরও জানান, সাংবাদিক ও পুলিশের ওপর হামলার ঘটনায় এর আগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং জড়িত কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক হলধর দাস এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, "আগে সাংবাদিক ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ ও জেলা প্রশাসন কঠোর হলে হয়তো পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর এ ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটত না।"

তিনি আরও বলেন, "শুধু গ্রেপ্তার করলেই হবে না, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করে সেটা জনগণের সামনে তুলে ধরলে অপরাধীরা ভয় পাবে এবং অপরাধ প্রবণতা কমে আসবে।"


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীর মনোহরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। উদয়ের পথে শুনি কার বাণী—

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

চট্টগ্রামে ছাত্রদল কর্মী হত্যায় আরেক ছাত্রদল কর্মী গ্রেপ্তার

মিরসরাইয়ের বারইয়ারহাটে ছাত্রদলকর্মী তাহমিদ উল্যাহ (১৮) হত্যাকাণ্ডে জড়িত অভিযো...

ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে রাঙ্গাবালীতে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে পটুয়াখালীর...

মহেশখালীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অর্থদণ্ড

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবৈধভাবে মাটি কাটার ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমা...

শ্রীমঙ্গলে ‘হারমোনি উৎসব’ স্থগিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রী...

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে চারজন আটক 

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার কাচিকাট...

রাউজানে নির্বাচনী প্রস্তুতি ঘিরে যৌথ মহড়া ও মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের...

বিজয় দিবস উদযাপনে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপি মহান বিজয় দিবস উদযাপনের জন্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা