সংগৃহিত
আন্তর্জাতিক
ভারতে হোলি উৎসব

ত্রিপলে ঢেকে দেয়া হলো ৯ মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে হোলি উৎসবে অশান্তি এড়াতে ত্রিপল দিয়ে ঢেকে ফেলা হয়েছে মসজিদ। একটি বা দুটি নয়, একে একে ৯টি মসজিদ এভাবে ঢেকে ফেলা হয়েছে। একইসঙ্গে হোলিকে কেন্দ্র করে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সেজন্যও সতর্ক রয়েছে প্রশাসন। ত্রিপল দিয়ে মসজিদ ঢেকে ফেলার এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

সোমবার (২৫ মার্চ) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের আলিগড় এবং সম্বল জেলার অন্তত নয়টি মসজিদকে হোলির আগে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বলে রোববার পুলিশ জানিয়েছে। মূলত হোলির সময় মসজিদগুলোতে যেন রঙ মাখানো না হয় সেটি নিশ্চিত করাই এই পদক্ষেপের লক্ষ্য।

এনডিটিভি বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

আলিগড়ে অন্তত দুটি মসজিদকে ঢেকে দেওয়া হয়েছে। সার্কেল অফিসার (শহর) অভয় পান্ডে সাংবাদিকদের বলেছেন, এর মধ্যে একটি হলো সবজি মান্ডি এলাকার হালওয়াইয়ান মসজিদ এবং অন্য মসজিদটি দিল্লি গেটে অবস্থিত। এর পাশাপাশি সম্বল জেলায় সাতটি মসজিদ একইভাবে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

অভয় পান্ডে বলেছেন, হোলিকে কেন্দ্র করে যাতে কোনোরকম অশান্তি না ছড়ায় সেজন্য স্পর্শকাতর এলাকায় পতাকা মিছিল করা হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে।

সম্বল জেলাতেও মুসলিম সম্প্রদায়ের সাথে একমত হয়ে, বিতর্ক এড়াতে কিছু মসজিদকে ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে জেলা প্রশাসন। অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) শ্রীশ চন্দ্র পিটিআইকে বলেছেন, গত বছরের মতো সম্বলের ছয়-সাতটি মসজিদও পারস্পরিক সম্মতিতে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কারণ রং ছড়ানোর ফলে প্রায়ই বিবাদ হয়।

সার্কেল অফিসার (সম্বল) অনুজ কুমার চৌধুরী পিটিআইকে বলেছেন, জেলা প্রশাসন যে সমস্ত রুটে হোলি খেলা হয় সেগুলোর মসজিদগুলোকে ঢেকে দিয়েছে।

মুসলিম ট্রেডার্স অর্গানাইজেশনের পৃষ্ঠপোষক এহতেশাম আহমেদ বলেছেন, গত বছরও হোলির সময় বাজার মসজিদ, নাখাশা মসজিদ এবং আর্য সমাজ রোডে অবস্থিত একটি মসজিদসহ সম্বলের বেশ কয়েকটি মসজিদকে শহরে শান্তি বজায় রাখার জন্য ঢেকে দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, প্রশাসন কর্তৃক মসজিদ ঢেকে রাখার এই সিদ্ধান্ত শান্তি বজায় রাখার জন্য ভালো পদক্ষেপ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের একটি স্...

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

ডেঙ্গু রোগীদের চিকিৎসা আরও সুশৃঙ্খল করতে সরকারি হাসপাতালগুলোকে নতুন নির্দেশনা...

ক্রীড়া পরিদপ্তরে দুদকের অভিযান

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প...

এক লাফে ট্যারিফ বাড়ল গড়ে ৪০ শতাংশ

বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়...

বগুড়ায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে এক নারী ও তার কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা