আন্তর্জাতিক

জাতিসংঘে রাশিয়ার পক্ষে বিরল ভোট যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে ইউক্রেনের বিরোধিতা করে রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি উত্থাপন করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্তি উপলক্ষে মস্কোর কর্মকাণ্ডের নিন্দা ও ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানানো হয়। প্রস্তাবটি উত্থাপনের শুরুতেই এর বিরোধিতা করে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এর মধ্যে দিয়ে ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের অবস্থান আরো স্পষ্ট করলো। তবে বিরোধিতা সত্ত্বেও শেষে প্রস্তাবটি পাস হয়।

এর পর নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে। সেখানে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়। তবে প্রস্তাবটিতে রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা নেই।

নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি পাস হলেও সেখানে ভোট দেওয়া থেকে বিরত ছিলো যুক্তরাষ্ট্রের দুই অন্যতম মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্স।

জাতিসংঘে এমন এক সময়ে প্রস্তাবটি উত্থাপন করা হলো যখন হোয়াই হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি তখন ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে নিজেদের মতপার্থক্য দূর করার চেষ্টা করছিলেন।

এ দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, তিনি আগামী বৃহস্পতিবার নতুন মার্কিন নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারের সময় থেকেই রাশিয়াকে গুরুত্ব দিয়ে বক্তব্য দিচ্ছিলেন। গত মাসে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠিক শপথ নেওয়ার পর থেকে তিনি ইউক্রেনে যুদ্ধ বন্ধের ওপর আরও জোর দিয়েছেন। চলতি সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

এরপর সোমবার জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করল যুক্তরাষ্ট্র। প্রস্তাবটিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের জন্য শোক প্রস্তাব ও এ যুদ্ধ শেষ করার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে ইউরোপের কূটনীতিকেরা তাদের প্রস্তাবে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন। একইসঙ্গে তারা ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতিও সমর্থন জানিয়েছেন।

ইউরোপের উত্থাপিত প্রস্তাবটি ৯৩টি ভোটে পাস হয়। কিন্তু যুক্তরাষ্ট্র এ প্রস্তাবে সমর্থন না জানিয়েছে রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে। আর তাতে সমর্থন জানিয়েছে রাশিয়া, ইসরায়েল, উত্তর কোরিয়া, সুদান, বেলারুশ, হাঙ্গেরিসহ আরো ১১টি রাষ্ট্র। তবে ভোটদানে বিরত ছিল ৬৫টি দেশ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাসনাত আব্দুল্লাহকে চিনিনা বলা একই আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে পাল্টে গেছে নির্বাচনী সমীকরণ। এ আসনে বিএনপির মনোন...

ঋণখেলাপি ইস্যুতে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী নির্বাচন অংশ নিতে পারবেন না

ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল...

সড়ক সংস্কারের নামে হরিলুটের অভিযোগ, লক্ষ্মীপুরে ঝাড়ু মিছিল ও মহাসড়ক অবরোধ

লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার স...

মনোহরদীতে সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মতো বীজ বপনের কারণে মনোহরদীতে সরিষার ফল...

শ্রীমঙ্গলে শীতের তীব্রতা: সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। বৃহস্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা