সংগৃহীত
সারাদেশ

চারার ফেরিওয়ালা বয়োবৃদ্ধ গিয়াস

রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার চানপাড়া গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন (৭৩)। দীর্ঘ ৪০ বছর ধরে গ্রামে গ্রামে ঘুরে চারা বিক্রি করেন তিনি। তাকে সবাই চারার ফেরিওয়ালা নামেই চিনেন।

তবে নিজের বাড়ি ছিল পৌরসভার খাজাপাড়া গ্রামে। বিয়ের সূত্রে চানপাড়াতে তার বসবাস।

গিয়াস উদ্দিন দিনমজুর ছিলেন। প্রায় ৪০ বছর আগে বাজার থেকে ফল কিনে খাওয়ার পর কিছু বীজ বাড়ির পাশে ফেলেছিলেন। সেখান থেকে চারা গজালে কয়েকটা বাড়ির পাশে রোপণ করেন। অতিরিক্ত কিছু চারা বিক্রি করে দেন। এভাবেই শুরু তার চারা তৈরি ও বিক্রি। অন্যরা নার্সারি থেকে বা হাটে নিয়ে চারা বিক্রি করলেও তিনি চারা নিয়ে ছোটেন বাড়ি বাড়ি।

সম্প্রতি বাগমারা উপজেলা পরিষদ চত্বরে গিয়াসের সঙ্গে দেখা হয়। পরিষদের মিলনায়তনের পাশে নতুন বাগানে ফুল ও ফলের চারা সরবরাহ করতে এসেছিলেন। কথায় কথায় তিনি বলেন, ফল খেয়ে, গাছতলা থেকে কুড়িয়ে ও মানুষের বাড়ি থেকে বীজ সংগ্রহ করে তিনি চারা তৈরি করেন। কোনো প্রশিক্ষণ না থাকলেও নিজের পর্যবেক্ষণ ও নাটোরের একটি নার্সারিতে কিছুদিন কাজ করার অভিজ্ঞতা আছে তার। এখন তিনি নিজের নার্সারিতে ১৭ রকমের ফুল, ফলদ ও বনজ গাছের চারা তৈরি করেন। লোকজনের চাহিদাকে প্রাধান্য দিয়ে তিনি চারা তৈরি করেন।

গিয়াস উদ্দিন জানান, প্রতিদিন সকালে নার্সারি থেকে চারা ঝুড়িতে ভরে গ্রামে নিয়ে যান। লোকজন পছন্দমতো চারা কিনে নেন। আবার অনেকে তাদের পছন্দের চারার চাহিদা দিলে পরে তা পৌঁছে দেন। সাত কাঠা জমিতে তিনি নার্সারি গড়ে তুলেছেন।

গিয়াসের স্ত্রী রফেলা বেগম জানান, স্বামীর সঙ্গে তিনিও চারা পরিচর্যা করেন। প্রতিদিন সকালে স্বামীর ভারে বিভিন্ন জাতের গাছের চারা সাজিয়ে দেন। চারা বিক্রির টাকায় তাদের সংসার চলে। দুই ছেলে-মেয়ের বিয়েও দিয়েছেন।

খাজাপাড়া গ্রামের বাসিন্দা কলেজশিক্ষক আশরাফুল ইসলাম (৫১) জানান, গিয়াসকে তিনি একই পেশায় দেখছেন। তার কাছ থেকে তিনি নিজেও চার কিনেছেন। তার সবচেয়ে ভালো দিক, তিনি চারা দিয়ে ক্ষান্ত থাকেন না, চারার খোঁজখবর নেন ও পরিচর্যার পরামর্শ দেন।

গত ৪০ বছরে পরিত্যক্ত জায়গায় নিজ উদ্যোগে অনেক গাছ লাগিয়েছেন দাবি করে গিয়াস উদ্দিন জানান, যত দিন পারবেন, এই পেশাতেই থাকবেন। তবে বয়সের কারণে এখন ভার বহন করতে কষ্ট হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, চারার ফেরিওয়ালা গিয়াস উদ্দিনের বিষয়ে তিনি জানেন না। তবে খোঁজ-খবর নিয়ে তাকে কীভাবে সহযোগিতা করা যায়, সে ব্যাপারে উদ্যোগ নেবেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈষম্যবিরোধী নেতা রিয়াদের আরেকটি বাসার খোঁজ, মিলল নগদ টাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের আর...

গণভবনই থেকে এসেছিল হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত

জুলাই মাসে ঢাকায় সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় রাজনৈতিক সিদ্ধান্তে হেলিক...

উলিপুরে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

যুক্তরাষ্ট্রে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত

যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌ...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা