ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হোসেন আলী ও আলী হোসেন।
সারাদেশ

চলন্ত বাসে কুবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, দুজনের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে ‘চলন্ত বাসে’ ধর্ষণচেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন– মো. হোসেন আলী (২৫) ও মো. আলী হোসেন (২৩)।

পুলিশ বলছে, এ ঘটনায় তিনজন পলাতক রয়েছে। তারা হলেন– পিচ্চি রাসেল, নূর আলম ও সৌরভ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে ওই ছাত্রী ঢাকায় যেতে কোটবাড়ি বিশ্বরোড থেকে 'স্বাধীন সেন্টমার্টিন পরিবহনে' ওঠেন। বাসটি পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ইউটার্ন নেওয়ার কথা বলা থাকলেও ওই ছাত্রীকে নিয়ে চৌদ্দগ্রামের দিকে চলে যায়। এরপর সুয়াগাজী এলাকা থেকে আবার পদুয়ার বাজারে ফিরে আসে। তখন বাসে ছিল চালক ও হেল্পারসহ পাঁচজন। তারা বাসে একা পেয়ে ওই শিক্ষার্থীর গলায় ছুরি ধরে গহনা ও টাকাপয়সা ছিনিয়ে নেন। এক পর্যায়ে তারা ধর্ষণের চেষ্টা চালায়।

উপাচার্য অধ্যাপক মো. হায়দার আলী বলেন, ‘হাত-পা বেঁধে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বাস থেকে ফেলে দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

তিনি আরো বলেন, ‘এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, তিনি অপরাধীদের দুই বছরের অজামিনযোগ্য জেল দিয়েছেন। এছাড়া পুলিশ ঘোষণা দিয়েছে, তারা এক মাসের মধ্যে মামলার অভিযোগ জমা দেবে।’

সদর দক্ষিণ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনা দেখে ও শুনে সত্য প্রমাণিত হওয়ায় তাদের সাজা দেওয়া হয়েছে। বাকিদের বিষয়ে অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নেবে।’

সজিব তালুকদার বলেন, ‘গ্রেপ্তার দুজন অপরাধ স্বীকার করেছেন। তারা যেহেতু যৌন নিপীড়নের সময় বল প্রয়োগ করেছিল, তারা সুযোগ পেলে ধর্ষণ করত। তবে তারা সেটি পারেনি।’

কুমিল্লা জেলার পুলিশ সুপার বলেন, ‘পলাতক তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করি, পুলিশ প্রশাসনের কোনো গাফিলতি থাকবে না।’

শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত পাঁচজন ওই ছাত্রীকে হাত-পা বেঁধে ফেলে দেওয়ার চেষ্টা করলে তা স্থানীয় এক ব্যক্তি দেখে ফেলেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খবর দেন। পরে শিক্ষার্থীরা গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করেন৷

ঘটনার পর শিক্ষার্থীরা ৯৯৯ ফোন দিলে পুলিশ আসে। শিক্ষার্থীরা বাস মালিক এবং অভিযুক্ত বাকি দুজনকে ক্যাম্পাসে নিয়ে আসার দাবি জানান।

পুলিশ শিক্ষার্থীদের দাবি মানতে অস্বীকৃতি জানালে দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের দাবি না মানায় ঘটনাস্থলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা আলোচনায় বসলে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের দুই বছর কারাদণ্ড দেয়।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কেইনের ১৪ মিনিটের হ্যাটট্রিকে বড় জয়ে বায়ার্নের মৌসুম শুরু

বায়ার্ন মিউনিখের জার্সিতে নবমবারের মতো হ্যাটট্রিক করলেন ইংল্যান্ডের তারকা ফরো...

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই আইনি ব্যবস্থা

ফৌজদারী অপরাধে দণ্ডপ্রাপ্ত এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আ...

মেয়েরা জোরে বল করতে পারে না কেন

বিকেএসপিতে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে লাল ও সবুজ দলে ভাগ হয়ে তিন দলের টুর...

গাজায় চরম দুর্ভিক্ষ শুরু: জাতিসংঘ

জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, গাজা সিটি ও আশপাশের এলাকায় পুরোদমে দুর্ভিক্ষ...

সিদ্ধিরগঞ্জে গ্যাসের আগুনে শিশুসহ দগ্ধ ৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসায় গ্যাস লিকেজ থেকে আ...

মৎস্য রপ্তানিতে ই-ট্রেসিবিলিটি চালু হলে বাড়বে বৈদেশিক আয়

বাংলাদেশের মৎস্য রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে ই-ট্রেস...

মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলায় ম...

চলন্ত বাসে কুবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, দুজনের কারাদণ্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে...

নিউইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ বাস দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত হয়েছেন।...

যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন

দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজে সক্রিয় থাকলেও বর্তমানে পর্দার ব্যস্ততা থেকে খা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা