চট্টগ্রাম নগরীর টেরিবাজারের বদরউদ্দিন মার্কেটের এস কে ট্রেডার্সের মালিক, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিন (৪১) আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
আজ (শনিবার) তার কোন পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে তার লাশ দাফন করা হয়েছে।
মুলত: গত ৪ ডিসেম্বর বৃহস্পতিবার কদমতলী এলাকায় ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।
স্থানীয় সূত্র জানিয়েছে, কাপড় ব্যবসায়ী মোহাম্মদ কামাল উদ্দিন বৃহস্পতিবার ভোরে তার টেরিবাজারস্থ বাসা থেকে বের হন। এরপর তার আর কোন হদিশ মিলেনি। আত্মীয়স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোন হদিশ পাননি।
গতকাল শুক্রবার খবর পাওয়া যায়, মোহাম্মদ কামাল উদ্দিন বৃহস্পতিবারই আত্মহত্যা করেছেন। তার লাশ পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। কেউ খোঁজ করতে না আসায় পুলিশ লাশটি আনজুমানে মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করে। তার লাশ আজ বেওয়ারিশ লাশ হিসেবে চৈতন্যগলি কবরস্থানে দাফন করা হয় বলে আনজুমানে মফিদুল ইসলাম সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান বলেন, মোহাম্মদ কামাল উদ্দিন আত্মহত্যা করেছেন। এক ব্যবসায়ীর কাছে তিনি মোটা অংকের টাকা পেতেন। সেগুলো ফেরত না পাওয়ায় তিনি বেশ চাপে পড়ে যান এবং আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মোহাম্মদ কামাল উদ্দিনের স্ত্রী এবং তিন পুত্র সন্তান রয়েছে।
এদিকে তার ভাই মোহাম্মদ শাহাবুদ্দীন কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।