বিনোদন

গানই সানী জুবায়েরের ঘর

বিনোদন প্রতিবেদক

ফোনের ওপাশ থেকে ভেসে এল হালকা হাসির আওয়াজ। এরপর খানিক থেমে সানী বললেন, ‘গানই আমার ঘর। আর সেই ঘরটা একটু নিঃসঙ্গতাই ভালোবাসে।’ নিঃসঙ্গ সেই ঘর থেকেই বেরিয়েছে অনেক সুর। সুরগুলো কখনো পর্দার নায়কের হৃদয় ছুঁয়েছে, কখনো শ্রোতার বুকের ভেতর ঢেউ তুলেছে। অথচ শিল্পী নিজে সব সময়ই থেকেছেন পর্দার আড়ালে, নিজের মতো করে। ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রের সংগীত পরিচালনা করে ২০১৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সানী জুবায়ের। টরন্টোয় এখন সংগীতের নির্জন সাধনায় নিভৃতে কাটে তাঁর দিনরাত। অনেক দিন পর তাঁর সঙ্গে আলাপ। যদিও বহু দিনের চেনাজানা। নটরডেম কলেজে থেকে ভারতের নৈনিতালের কুমায়ূন বিশ্ববিদ্যালয়ের স্নাতক, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তরের বহু স্মৃতি আমাদের। আলাপের শুরুতে বললেন, ‘আমি সংগীতকে কেবল শিল্প বলেই দেখি না, এটা আত্মা থেকে আত্মায় যাওয়ার সেতু। এই মাধ্যমে তুমি নিজেকে বোঝো, অন্যকেও চেনো। আনন্দ, যন্ত্রণা, ভালোবাসা-সুরের ভেতর সব একসঙ্গে গলে যায়।’

মনে পড়ছে, বন্ধু সৈয়দ ফজলে রুমি তখন যুক্তরাষ্ট্র থেকে বলছিলেন, ‘আমাদের সৌরভ (সানীর ডাকনাম) বাংলা গানের বাগানে যেন এক নিঃশব্দ সুবাস ছড়ানো ফুল।’ তারপর স্মৃতির পট খুলে দিলেন তিনি, ‘নৈনিতালের শীতে, পাহাড়ঘেঁষা সন্ধ্যায় জোছনার আলোয় আমরা তাঁর গাওয়া গান শুনতাম। সেসব রাত আজও মনের গভীরে জমে আছে। কেবল আফসোস হয়, তাঁর সেই সুবাসটা বাংলা সংগীতজগৎ ঠিক করে নিতেই পারল না।’

পাটিয়ালা থেকে সুইডেন

ছোটবেলায় পরিবারের ঘনিষ্ঠ বন্ধু গোবিন্দ রবিদাসের কাছে তাঁর সংগীতচর্চা শুরু। এরপর পাটিয়ালা ঘরানার ওস্তাদ বড়ে গুলাম আলীর দুই নাতি ওস্তাদ মাযহার আলী খান ও ওস্তাদ যাওয়াদ আলী খানের কাছে তালিম নেন। পড়াশোনা নৈনিতালের কুমায়ূন বিশ্ববিদ্যালয়ে। এরপর সংগীতের পথ তাঁকে নিয়ে যায় সুইডেনের গোটল্যান্ড স্কুল অব মিউজিক কম্পোজিশন আর স্টকহোমের রয়্যাল কলেজ অব মিউজিকে-যেখান থেকে পাশ্চাত্য ধ্রুপদি সংগীতে স্নাতকোত্তর করেন।

৮২টি দেশের প্রতিযোগীদের মধ্যে থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। ‘এই অর্জন টাকার জোরে হয় না। প্রয়োজন প্রতিভা, ধৈর্য আর ভালোবাসা,’ বললেন সানী। ‘ভর্তি হওয়ার সুযোগটাই ছিল আমার কাছে সবচেয়ে বড় সম্মান।’ সোজাসাপটাই বললেন, ‘আমাকে নিয়ে কিছু ভুল তথ্য চালু আছে। অনেকে বলেন, আমি নাকি সরকারি স্কলারশিপে সুইডেনে পড়েছি-আসলে সুইডেনে স্কলারশিপ বলে কিছু নেই। ভর্তি হলে ফি লাগে না, এটাই নিয়ম। আরেকটা কথা, অনেকে বলেন, পণ্ডিত রবিশঙ্করের পর আমিই নাকি পড়েছি স্টকহোমের রয়্যাল কলেজ অব মিউজিকে-এটাও ঠিক নয়। আমি চাই, আমার পরিচয় হোক কাজ দিয়ে, সত্যিকারের অর্জন দিয়ে।’

একেকটি গান, একেকটি অনুভব

১৯৯৮ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘সারা, সংগীত পরিচালনা করেছিলেন প্রয়াত সংগীতশিল্পী লাকী আখান্দ্‌। এরপর ‘নির্জন স্বাক্ষর’, ‘আপনা খায়াল’, ‘অদ্ভুত আঁধার এক’, ‘যুগলসন্ধি’, ‘অজস্র কবিতা’-প্রতিটি অ্যালবাম যেন নতুন আবেগের জানালা খুলেছে। সেই সময়ে অডিও বাজারে সানীর আলাদা পরিচিতি ছিল। ‘আজ আমার মন ভালো নেই’ গানটি তো রীতিমতো ভাইরাল! নজরুলসংগীতের অ্যালবাম কেন মেঘেরও ছায়া শ্রোতাদের টেনেছে নতুন ঘোরে।

চলচ্চিত্রেও রেখেছেন স্বতন্ত্র স্বাক্ষর। ‘ঘাসফুল’ দিয়ে শুরু, এরপর ‘আঁখি ও তার বন্ধুরা’, ‘কালের পুতুল’ এবং ‘অনিল বাগচীর একদিন’। একসময় সুইডেন থেকে দেশে ফিরে আন্তর্জাতিক সংগীত ইনস্টিটিউট গড়ার স্বপ্ন দেখেছিলেন, যেখানে একই সঙ্গে শেখানো হবে উপমহাদেশীয় ও পাশ্চাত্য সংগীত। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সব প্রস্তুতিও ছিল। ‘ফান্ড ছিল, পরিকল্পনাও ছিল। কিন্তু সরকারের আমলারা সেটা নিতে চায়নি। আমলাতান্ত্রিক জটিলতা সব আটকে দিল,’ ক্ষোভের সঙ্গে বললেন তিনি। ‘এটা শুধু আমার স্বপ্ন নয়, দেশের জন্যও ছিল বড় সুযোগ।’

আজও প্রতিদিন সংগীত

‘সংগীত শুধু গাওয়ার জন্য নয়, এটা আত্মচর্চা,’ বললেন সানী। ‘আমি কানাডায় আছি, কিন্তু সংগীত তো প্রতিদিন আমার সঙ্গেই থাকে। শিখি, শেখাই। দেশে ফেরার ইচ্ছা আছে, তবে সেটা নির্ভর করে, শিল্পী হিসেবে বাংলাদেশে কতটা সম্মান পাওয়া যায়, তার ওপর।’ বাংলাদেশের এক প্রবীণ সংগীতজ্ঞ বলেছিলেন, ‘সানী জুবায়েরের মতো শিল্পীরা নিভৃতে কাজ করেন, তাঁদের সৃষ্টি অনেক দূর পর্যন্ত ধ্বনি তোলে।’ শেষ প্রশ্ন-আপনি কি দেশে ফিরবেন? এবার দীর্ঘশ্বাস ফেলে সানী বললেন, ‘আমার দেশ তো বাংলাদেশই। কিন্তু ফুল তো সেই বাগানেই ফোটে, যেখানে আলো পড়ে। আলোটা কোথায় পড়বে, সেটা সময়ই বলে দেবে।’ অদ্ভুত সুন্দর এ উত্তর যেন তাঁর জীবন আর সংগীতের সারাংশ। সানী জুবায়ের, বাংলা সংগীতের নিভৃত সৌরভ। যিনি না থেকেও থেকে যান কণ্ঠে, সুরে, ছায়ায়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে ধানের শীষের বিজয় নিশ্চিতের লক্ষ্যে আলোচনা সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে চা...

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ নিহত ২

নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ দুইজনের...

গণভোটে পাস হলে পিআর পদ্ধতি উচ্চকক্ষে

জাতীয় ঐকমত্য কমিশন 'জুলাই সনদ বাস্তবায়ন (সংবিধান সংস্কার) আদেশ ২০২৫'...

সাপ্তাহিক অভিবাদন পত্রিকায় ‘রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগর’ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ইন্টারন্যাশনাল সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগর-এর নতুন কমিটির...

আশ্রমে জন্ম নেওয়া সেই নির্মাতার রহস্যজনক মৃত্যু

দক্ষিণ কোরিয়ার নির্মাতা শিন সাং-হুন মারা গেছেন। বয়স হয়েছিল ৪০ বছর। কোরিয়ান সং...

​​​​​​​অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করলেন মুফতি মুহিব্বুল্লাহ!

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মুফতি ম...

জাতিসংঘের কাঠামো সংস্কারের আহ্বান মহাসচিবের

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠাম...

জুলাই সনদ বাস্তবায়ন কমিশনের সুপারিশ জমা আজ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ম...

ভয়ংকর রূপে ঘূর্ণিঝড় ‘মন্থা’,আঘাত হানবে যেসব এলাকায়

ভয়ংকর রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। এটা তীব্র গতিতে উপকূলের খু...

জোট গঠনে এনসিপির দৌড়ঝাপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা