ছবি: সংগৃহীত
রাজনীতি

জোট গঠনে এনসিপির দৌড়ঝাপ

আমার বাঙলা ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপি ও জামায়াতে ইসলামী- এই দুই বৃহৎ দলের সাথেই জোট গঠনের আলোচনাসহ বিভিন্ন ইস্যুতে যোগাযোগ রাখছে বলে জানা গেছে। কোনো জোটে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা এখনো না দিলেও এনসিপি সম্ভাব্য আসন সমঝোতা ও রাজনৈতিক বোঝাপড়ার বিষয়ে তুলনামূলকভাবে বিএনপিকে প্রাধান্য দিচ্ছে বলে জানিয়েছে দলটির একাধিক সূত্র। তবে এটিই চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে জানায় তারা। পরিস্থিতি বিবেচনায় জামায়াত কিংবা গণ অধিকার পরিষদ, এ বি পার্টিসহ অন্যান্য ছোট দলের সাথেও জোট গঠন করতে পারে এনসিপি।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দলীয় প্রতীক ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনিভিত্তির বিষয়টি সুরাহার পরই তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমে নামবে। দলটির নেতারা জানিয়েছেন- প্রতীক ও সনদের বিষয়টি শিগগিরই চূড়ান্ত হতে পারে। তবে শাপলা প্রতীক কিংবা উপযুক্ত প্রতীক না পেলে নির্বাচনের আগে আন্দোলনে নামতে পারে তারা। এ ছাড়া দলটি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমে না নামলেও এরই মধ্যে কিছু নির্বাচনকেন্দ্রিক তৎপরতা শুরু করেছে। প্রায় অর্ধশত সম্ভাব্য প্রার্থী তাদের পছন্দের আসনে ভোটারদের কাছে পরিচিত হতে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কাজে যুক্ত হচ্ছেন।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, জুলাই সনদ ও দলীয় প্রতীকের বিষয়টি ইতিবাচকভাবে অগ্রসর হলে নভেম্বরের প্রথম সপ্তাহে দলটির একটি খসড়া তালিকা প্রকাশ করা হতে পারে। এ তালিকায় ঢাকাসহ দেশের ১৫০-১৬০ জন প্রার্থীর নাম থাকতে পারে।

গণ-অভ্যুত্থানের পরে সংবিধান সংস্কার, গণভোট, গণপরিষদ নির্বাচন, নির্বাচনী প্রতীকসহ জুলাই সনদের ব্যাপারে বিএনপির প্রতিদ্বন্দ্বী অবস্থানে থেকে আসছে এনসিপি। আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ও আইনি ভিত্তির ব্যাপারে স্পষ্ট উল্লেখ না থাকা সনদে স্বাক্ষর করেনি তারা। তবে আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপির সাথে আলাদাভাবে যোগাযোগ রাখছে দলটি। দুই দলের মধ্যে আসন সমঝোতার লক্ষ্যে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে বলে উভয়পক্ষের সূত্র নিশ্চিত করেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির সাথে রাজনৈতিক যোগাযোগের বিষয়টি স্বীকার করে বলেন, জোটবদ্ধ হওয়া বা না হওয়ার বিষয়টি রাজনীতির মাঠে আগে থেকে বলে দেয়া যায় না। তবে জোটের বিষয়ে সরাসরি কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির রাজনৈতিক পর্ষদের একজন সদস্য জানিয়েছেন, বিএনপির সাথে আসন সমঝোতা নিয়ে প্রাথমিক আলোচনায় বিএনপি এনসিপিকে ২০টি আসন ছাড় দিতে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে ঢাকার অন্তত চারটি আসনে সমঝোতা হতে পারে। যদিও সূত্রটির দাবি এনসিপি এখনো বিএনপিকে এ বিষয়ে তাদের চূড়ান্ত অবস্থান জানায়নি। এ দিকে এনসিপির উচ্চপর্যায়ের নেতারা জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে ঢাকার ‘হটস্পট’ হিসেবে বিবেচিত এলাকাগুলোতে এনসিপি প্রার্থী রাখবে।

বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীর সাথেও এনসিপির নেতাদের অনানুষ্ঠানিক আলোচনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির শীর্ষ পর্যায়ের এক নেতা জানান, বিএনপি বা জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে সরাসরি জোটের সম্ভাবনা না থাকলেও আসন সমঝোতা হতে পারে।

তবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে জানিয়েছেন, এনসিপির সাথে তাদের যোগাযোগ আছে এবং প্রায়ই জুলাই সনদসহ বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে কথা হয়। জোট বা সমঝোতার বিষয়ে তিনি জানিয়েছেন, সময় ও বাস্তবতায় বিষয়টি আরো পরিষ্কার হবে। চূড়ান্তভাবে এখন কোনো দলই সেটি বলতে পারবে না। নির্বাচন কাছাকাছি এলে যোগাযোগ, সম্পর্কের মতো বিষয়গুলো আরো পরিষ্কার হবে।

অন্যান্য জোটের আলোচনা : এনসিপির নীতিনির্ধারণী মহলে বিএনপি বা জামায়াতের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের সাথে জোটের মাধ্যমে বৃহৎ দুই দলের বাইরে তৃতীয় বলয় গঠনের আলোচনা তীব্র। এ তালিকায় বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণ অধিকার পরিষদ ও এ বি পার্টির সাথে জোট গঠনের সম্ভাব্যতা নিয়েও আলোচনা চলমান। এই চার দল মিলে জোট হলেও বিএনপি বা জামায়াতের সাথে এনসিপির কিছু আসনে সমঝোতা হতে পারে বলে এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা আভাস দিয়েছেন।

তবে জোটের বিষয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, ‘যদি অবস্থানগত ঐক্য হয়, তাহলে যেকোনো দলের সাথেই জোট বা সমঝোতার বিষয়ে আমরা এখনো ওপেন রয়েছি। যদিও এখনো কারো সাথেই আমাদের সুনির্দিষ্ট করে জোটনির্ভর কোনো আলোচনা হয়নি।’ তিনি জানান, মধ্যমপন্থী আরো কিছু দলের সাথে তাদের আলাপ-আলোচনা চলছে এবং জোটনির্ভর রাজনীতি বা নির্বাচনের ব্যাপারে তারা এখনো সুনিশ্চিত কোনো সিদ্ধান্তে উপনীত হননি।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে ধানের শীষের বিজয় নিশ্চিতের লক্ষ্যে আলোচনা সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে চা...

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ নিহত ২

নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ দুইজনের...

গণভোটে পাস হলে পিআর পদ্ধতি উচ্চকক্ষে

জাতীয় ঐকমত্য কমিশন 'জুলাই সনদ বাস্তবায়ন (সংবিধান সংস্কার) আদেশ ২০২৫'...

সাপ্তাহিক অভিবাদন পত্রিকায় ‘রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগর’ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ইন্টারন্যাশনাল সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগর-এর নতুন কমিটির...

মোরেলগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী সংকট

বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী সংকটের কা...

১৩ জন আনসার সদস্য থাকবেন প্রতিটি ভোটকেন্দ্রে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়...

অস্ত্র মামলায় ক্যাসিনো সম্রাটের যাবজ্জীবন

ঢাকার অবৈধ ক্যাসিনো ব্যবসার হোতা ও যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম...

মোরেলগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও আলোচনাসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগ...

গাইবান্ধায় হত্যার বিচার চাওয়ায় বাদীকে পিটিয়ে জখম 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আলোচিত রিকশাচালক ছকু মিয়া হত্যা মামলার বাদী মো...

​​​​​​​অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করলেন মুফতি মুহিব্বুল্লাহ!

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মুফতি ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা