ছবি: প্রতীকী, সংগৃহীত
সারাদেশ

গরু আনতে গিয়ে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গরু আনতে গিয়ে খালের স্রোতে ভেসে গিয়ে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ মে) সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া হাওর দিয়ে প্রবাহিত তিতাস নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, শুক্রবার বিকেলে নদীর পানিতে ডুবে গিয়ে তারা নিখোঁজ ছিলেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দুই শিশু হলো-- গোকর্ণ গ্রামের মিনার আলীর মেয়ে মারিয়া (১১) ও সামিয়া (৮)। তাদের মৃত্যুতে এলাকায় পরিবারসহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার বিকেলে মারিয়া ও সামিয়া আকাশিয়া হাওরে গরু আনতে যায়। ফেরার পথে স্রোতস্বিনী একটি খালের পাড় দিয়ে হেঁটে আসার সময় হঠাৎ তীব্র স্রোতে তারা ভেসে যায়। বিষয়টি জানতে পেরে আত্মীয়স্বজন ও স্থানীয়রা নৌকা নিয়ে রাতভর খোঁজাখুঁজি চালান। এরই মধ্যে রাতের বেলা স্থানীয় মসজিদের মাইকে মাইকিং করে তাদের নিখোঁজ সংবাদ জানানো হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেয়। ব্যাপক খোজাখুজির পর শনিবার সকালে গোকর্ণ বেড়িবাঁধ এলাকায় তিতাস নদীতে মারিয়ার মরদেহ ভেসে ওঠে। কিছুক্ষণ পর সামিয়ার মরদেহ একটি মাছ ধরার জালে আটকে থাকতে দেখা যায়।

মেয়েদের চাচা দুলাল আহমেদ বলেন, “সারারাত খুঁজেছি, কেউ ঘুমায়নি। ফায়ার সার্ভিস, পুলিশ সবাই চেষ্টা করেছে। সকালে নদীতে ভেসে উঠে মারিয়ার লাশ, সামিয়ারটা জালে আটকে ছিল। সব শেষ হয়ে গেল, আমাদের কলিজার টুকরোগুলো আর রইল না।”

স্থানীয় কৃষক জাহিদ মিয়া বলেন, “সন্ধ্যার আগে শুনি তারা খালের পাশে ছিল। হঠাৎ পানির চাপ বাড়ায় হয়তো স্রোতে ভেসে গেছে। হতভাগাদের বাবা মিনার আলী কিছুদিন হলো প্রবাসে গেছেন। তার চার সন্তানের মধ্যে এ দুজনই বড় ছিল।”

গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন বলেন, “এটা অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। বর্ষাকালে নদী বা খালের আশপাশে চলাচলে সবাইকে আরও সতর্ক হতে হবে। পরিবারটিকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।”

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেত্রকোনা–৩ আসনে মনোনয়ন পেলেন মাওলানা শেখ শামছুদ্দোহা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা–৩ (কেন্দুয়া–আটপাড়া)...

চট্টগ্রামে গ্যাস দুর্ঘটনা প্রতিরোধে কেজিডিসিএলের ক্রাশ প্রোগ্রাম

ট্টগ্রামে গ্যাস দুর্ঘটনা প্রতিরোধ এবং মূল্যবান প্রাকৃতিক গ্যাসের অপচয় রোধে সর...

বিজয় দিবস উপলক্ষে আমাদের উত্তরা ফাউন্ডেশনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি

যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন ক...

৫২ বিজিবির অভিযানে ট্রাকসহ সোয়া কোটি টাকার ভারতীয় জিরা আটক

মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর একটি বিশেষ ট...

শ্রীমঙ্গলে আওয়ামী লীগ নেতা হরিপদ রায় গ্রেপ্তার

বিভিন্ন মামলার আসামি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা....

চট্টগ্রামে বিএনপি–জামায়াতের ৭ প্রার্থীসহ ৯ জনের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন আসন থেকে বিএনপ...

ফেসবুকে পরিচয়, টাকা আদায়ে প্রেমিকার আপত্তিকর ভিডিও ছড়ালেন প্রেমিক; গ্রেপ্তার ১

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমিকার কাছ থেকে টাকা আদায়ের জন্য আপত্তিকর ছবি ও...

শীতকালে সর্দি–কাশির ঝুঁকি কমাতে যা করবেন

শীতকাল এলেই তাপমাত্রা কমে যায় এবং সর্দি–কাশি ও ইনফ্লুয়েঞ্জার ঝুঁকি বে...

শ্রমিকদের সুসংবাদ দিলো সৌদি আরব

নিজেদের শিল্পখাতকে আরো শক্তিশালী করতে সৌদি আরব সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধা...

শ্রীমঙ্গলের স্বর্ণপদকজয়ী চৈতীকে নিয়ে গ্রামে আনন্দের বন্যা

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছে ১৩ বছর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা