ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হতাশাগ্রস্ত পুলিশ সদস্যদের কাজে ফিরিয়ে আনাকে গত এক বছরে বাংলাদেশ পুলিশের বড় ধরনের সফলতা মনে করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার এক বছরে পুলিশ বাহিনীর সফলতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে সম্প্রতি তিনি বলেন, ‘গত এক বছরে পুলিশ সদস্যদের কাজে ফিরিয়ে নিয়ে আসাটাই বাংলাদেশ পুলিশের বিরাট সাফল্য।’
পুলিশ প্রধান বলেন, ‘গত বছরের ৬ আগস্ট পুলিশ সদস্যদের পরিস্থিতি এবং বর্তমানে পুলিশের অবস্থান সম্পর্কে চিন্তা করে দেখুন। তাঁরা থানায় ফিরে কাজ শুরু করেছে এবং এটি বড় ধরনের সাফল্য।’
সারা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে কতটা সন্তুষ্ট—এই প্রশ্নের উত্তরে আইজিপি জানান, তিনি পুরোপুরি সন্তুষ্ট নন। তিনি বলেন, ‘আমি শতভাগ সন্তুষ্ট নই। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির এখনও সুযোগ রয়েছে।’
আইজিপি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনে এখন প্রস্তুতি চলছে। আমাদের প্রধান উদ্দেশ্য, আগামী নির্বাচন। আমরা সে ব্যাপারেই প্রস্তুত হচ্ছি।’
গত বছর ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি লুট হয়ে যাওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য পুলিশ গত বছরের ৫ আগস্টের পরপরই অপরাধীদের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করে। এ অভিযান এখনও অব্যাহত রয়েছে।
আমারবাঙলা/জিজি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            