কুষ্টিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি মনোনীত এক সংসদ সদস্য প্রার্থীর পোস্টার ও ক্যালেন্ডার প্রদর্শনের ঘটনায় দুইটি মামলায় ভ্রাম্যমাণ আদালত মোট ৮ হাজার টাকা জরিমানা করেছেন।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস মোড় ও মতি মিয়া রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জরিমানা প্রাপ্ত সাগর জুয়েলার্সের মালিক স্বপন শেখ বলেন, তাঁর দোকানে ধানের শীর্ষ প্রতীকের একটি ক্যালেন্ডার টাঙানো ছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটি খুলে নিয়ে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সংসদ নির্বাচন ও রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ১৮ ধারা লঙ্ঘনের দায়ে পোস্টার প্রদর্শনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় আব্দুল খালেকের ছেলে মো. হাশুকে ৫ হাজার টাকা এবং মোজাম্মেল হকের ছেলে শরিফুর হককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় কুষ্টিয়া-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের পোস্টার আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন দোকানে টাঙানো ছিল। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আমারবাঙলা/এসএ