মাসিক শব্দচর সম্পাদক সাংবাদিক, লেখক ও কবি আবদুল হাই ইদ্রিছীর নাম, প্রোফাইল, ও তাঁর ছবি ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তি/ব্যক্তিরা একাধিক ভুয়া ফেসবুক আইডি খোলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) রাতে কমলগঞ্জ থানায় উপস্থিত হয়ে কবি আবদুল হাই ইদ্রিছী এ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ডায়েরি নাম্বার ৭১০। ডায়েরিতে তিনি উল্লেখ করেন,“ অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ফেসবুক আইডি খুলে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন প্রোপাগাণ্ডা ছড়িয়ে আমার মান-সম্মান নষ্ট করার চেষ্টা করছে। তাই আমার মান-সম্মান ও ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে সাধারণ ডায়েরি (জিডি) করতে বাধ্য হয়েছি।"
কবি আবদুল হাই ইদ্রিছী আরো বলেন- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার নামের বাংলায় (আবদুল হাই ইদ্রিছী https://www.facebook.com/abdulhai.idrishee.1) একটি আইডি ও ইরেজিতে ( "Abdul Hai Idrishee" https://www.facebook.com/abdulhaiidrishee.official) একটি পেজ রয়েছে, এছাড়া আমার নামের আর কোন আইডি বা পেজ নেই। কিন্তু ইদানিং অজ্ঞাত নামা ব্যক্তি/ব্যক্তিরা আমার নামে ও প্রোফাইলে আমার ছবি ব্যবহার করে আইডি খোলে বিভিন্ন প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। তাই আমি মান সম্মান ও ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আশা করছি প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করবেন।
কমলগঞ্জ থানার অফির ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন- "কবি আবদুল হাই ইদ্রিছীর একটি অভিযোগ পেয়েছি। এব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।"
আমারবাঙলা/ইউকে