সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও আরও ১৪ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের সহকারী রেকর্ড অনুযায়ী, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে।
নিষেধাজ্ঞা প্রাপ্ত অন্যরা হলেন:
সেতু বিভাগের সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব মো. নজরুল ইসলাম
জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মোস্তাফা কামাল উদ্দীন
বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব আহমদ কায়কাউস
ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. আবদুল জলিল
পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব জাফর আহমেদ খান
সাবেক অর্থ ও সিএএজি সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী
লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক
এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক মিজ জুয়েনা আজিজ
রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মোফাজ্জেল হোসেন
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব আখতার হোসেন ভূঁইয়া
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাবেক চেয়ারম্যান ও সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম
দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম আদালতে জানিয়েছেন, আসামিরা সপরিবারে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা যদি বিদেশে চলে যান, তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আইন ও বিধি লঙ্ঘন করে সরকারি জমিতে ব্যক্তিস্বার্থে ফ্ল্যাট নির্মাণের অনুমোদন প্রদান করেছেন আসামিরা। অনুমোদিত নীতিমালা গেজেট আকারে প্রকাশ না করায় এবং নিয়মবহির্ভূত অনুমোদনের কারণে তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।
আমারবাঙলা/এসএবি