বিনোদন

একটি অপূর্ণতা আমাকে এখনো কষ্ট দেয় : সৈয়দ আব্দুল হাদী

বিনোদন প্রতিবেদক

সৈয়দ আব্দুল হাদী, দেশের কিংবদন্তির সংগীতশিল্পী। বর্ণাঢ্য ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য শ্রোতাপ্রিয় গান। ১৯৪০ সালের ১ জুলাই তার জন্ম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহপুর গ্রামে। বেড়ে ওঠেন আগরতলা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং কলকাতায়। কলেজ জীবন কাটে রংপুর ও ঢাকায়।

বয়স খানিকটা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যস্ততাও কিছুটা কমিয়েছেন। তবে গান ছেড়ে দূরে যাননি। এখনও গানের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত। গাইছেন বিভিন্ন আয়োজনে। আগামীকাল এ শিল্পীর জন্মদিন। দিনটি এলেই ভক্ত-শ্রোতাদের ভালোবাসায় তিনি মুগ্ধ হয়ে যান।

হাদী বলেন, ‘জন্মদিনকে আসলে আমি খুব বেশি গুরুত্ব দেই না। সেভাবে তাই পালনও করি না। তবে পরিবারের সদস্যদের থেকে একটু বাড়তি ভালোবাসা পাই, এটা আমার ভালো লাগে। শুভাকাক্সক্ষীরাও ফোন করে শুভেচ্ছা জানান, এটিও খুব উপভোগ করি। এটাই আমার আনন্দ।’

সৈয়দ আব্দুল হাদীর বাবা সৈয়দ আবদুল হাই ছিলেন ইপিসিএস (ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস) অফিসার। তবে তিনি গানও গাইতেন এবং কলেরগানে গান শুনতে পছন্দ করতেন। বাবার শখের গ্রামোফোন রেকর্ডের গান শুনে কৈশোরে সংগীত অনুরাগী হয়ে উঠেন আব্দুল হাদী। তখন থেকেই গাইতে গাইতে গান শিখেছেন। তবে তিনি হতে চেয়েছিলেন শিক্ষক। কিন্তু প্রতিষ্ঠা পেয়েছেন সংগীতশিল্পী হিসেবে। জীবনের এ গল্পগুলো সৈয়দ আব্দুল হাদী তুলে এনেছেন তার লেখায়। ২০২২ সালে প্রকাশ করেছেন নিজের আত্মজীবনী ‘জীবনের গান’। এ বইয়ে উঠে এসেছে তার শৈশব, কৈশোর, যৌবন ও গানের জগতের পাশাপাশি চাকরি জীবনের অনেক ঘটনা।

এ প্রসঙ্গে হাদী বলেন, ‘আমার জীবনটা বেশ ঘটনাবহুল। অনেক চড়াই-উতরাই পার করে এখানে এসেছি। আছে সুখ-দুঃখের হাজারও ঘটনা। সেগুলো আমার অনুরাগীদের সঙ্গে ভাগাভাগি করার জন্যই বইটি লেখা।’

আড়াই বছর ধরে আত্মজীবনী লিখেছেন হাদী। এই দীর্ঘসময়ে তিনি অন্য কোনো কাজে মনোযোগ দেননি। অক্লান্ত পরিশ্রম আর আন্তরিকতা ঢেলে জীবনের গল্প পাঠকদের কাছে প্রকাশ করেছেন। এ বইয়ে শুধু তার কথাই লিখেছেন তা নয়, বর্ণনা দিয়েছেন বাংলাদেশের সাংস্কৃতিক উত্থানেরও।

সৈয়দ আব্দুল হাদী দেশাত্ববোধক গানের জন্য বিখ্যাত। ৬০ বছরেরও বেশি সময় ধরে গাইছেন। ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে অনার্স পড়াকালীন সুবল দাস, পি.সি গোমেজ, আবদুল আহাদ, আবদুল লতিফ প্রমুখ তাকে গান শেখার ক্ষেত্রে সহায়তা ও উৎসাহ যোগান। ১৯৬০ সালে ছাত্রজীবন থেকেই সিনেমায় গান গাওয়া শুরু তার। ১৯৬৪ সালে তিনি একক কণ্ঠে প্রথম বাংলা সিনেমায় গান করেন। নাম ছিল ‘ডাকবাবু’। বেতারে গাওয়া তার প্রথম গান ‘কিছু বলো, এই নির্জন প্রহরের কণাগুলো হৃদয়মাধুরী দিয়ে ভরে তোলো’। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশ হয় আব্দুল হাদীর প্রথম রবীন্দ্রসংগীতের একক অ্যালবাম ‘যখন ভাঙলো মিলন মেলা’।

সিনেমা এবং অ্যালবামে বহু কালজয়ী গান উপহার দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী। সিনেমায় গান গেয়ে সেরা শিল্পী হিসাবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পাঁচ বার। সংগীতে বিশেষ অবদানের জন্য ২০০০ সালে বাংলাদেশ সরকার তাকে দেয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক। এছাড়া পেয়েছেন আরও বিভিন্ন সম্মাননা।

নন্দিত এই শিল্পী কাজ করেছেন টেলিভিশন প্রযোজক হিসেবেও। ক্যারিয়ারে সাফল্যের চ‚ড়ায় উঠেছেন ঠিকই, তবে রঙিন জগতের স্রোতে মিশে যাননি। ব্যক্তিগত জীবনে তিনি দারুণ পরিপাটি। দীর্ঘ ক্যারিয়ারে তার ঝুলিতে রয়েছে অসংখ্য প্রাপ্তির গল্প। তবু কিছু অপ্রাপ্তি ও ইচ্ছা অপূর্ণই থেকে যায়। জনপ্রিয় গুণী শিল্পীরও তেমনি একটি অপূর্ণ ইচ্ছা রয়েছে। দুঃখ নিয়েই তিনি বলেন, ‘সলিল চৌধুরীর সুরে আমার একটি গান করার খুব ইচ্ছা ছিল। কিন্তু সেটি আর সম্ভব নয়, কারণ তিনি জীবনের ওপারে চলে গেছেন। এই একটি অপূর্ণতা আমাকে এখনও কষ্ট দেয়।’

এখনও গানে নিয়মিত কিংবদন্তি এ সংগীতশিল্পী। এর বাইরে অবসরে লেখালেখি করেই সময় কাটান বলে জানিয়েছেন তিনি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে ধানের শীষের বিজয় নিশ্চিতের লক্ষ্যে আলোচনা সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে চা...

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ নিহত ২

নোয়াখালীর সোনাইমুড়ীতে বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ দুইজনের...

গণভোটে পাস হলে পিআর পদ্ধতি উচ্চকক্ষে

জাতীয় ঐকমত্য কমিশন 'জুলাই সনদ বাস্তবায়ন (সংবিধান সংস্কার) আদেশ ২০২৫'...

সাপ্তাহিক অভিবাদন পত্রিকায় ‘রোটার‌্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগর’ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ইন্টারন্যাশনাল সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগর-এর নতুন কমিটির...

আশ্রমে জন্ম নেওয়া সেই নির্মাতার রহস্যজনক মৃত্যু

দক্ষিণ কোরিয়ার নির্মাতা শিন সাং-হুন মারা গেছেন। বয়স হয়েছিল ৪০ বছর। কোরিয়ান সং...

​​​​​​​অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করলেন মুফতি মুহিব্বুল্লাহ!

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মুফতি ম...

জাতিসংঘের কাঠামো সংস্কারের আহ্বান মহাসচিবের

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠাম...

জুলাই সনদ বাস্তবায়ন কমিশনের সুপারিশ জমা আজ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ম...

ভয়ংকর রূপে ঘূর্ণিঝড় ‘মন্থা’,আঘাত হানবে যেসব এলাকায়

ভয়ংকর রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। এটা তীব্র গতিতে উপকূলের খু...

জোট গঠনে এনসিপির দৌড়ঝাপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা