ছবি সংগৃহিত
বিনোদন

ঈদের বিশেষ নাটক ‘মনের মতো বউ চাই’

বিনোদন প্রতিবেদক: ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে বিশেষ নাটক ‘মনের মতো বউ চাই’। রাজীব মণি দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন পলাশ মণি দাস। রোমান্টিক গল্পনির্ভর নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আখম হাসান ও মানসী প্রকৃতি।

এছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন শফিক খান দিলু, ফাহমিদা রহমান তৃষা, আহমেদ সাজু, ফাওজিয়া আবিদা মিহি, সাজু আহমেদ, ফরিদ হোসাইন, আফতাব উদ্দিন প্রমুখ। ‘মনের মতো বউ চাই’ নাটকের কাহিনীতে দেখা যাবে রমিজ দীর্ঘ বছর ধরে বিয়ের জন্য পাত্রী দেখছে, কিন্তু কোনো পাত্রীই তার পছন্দ হয় না। কারণ যে পাত্রীই সে দেখুক না কেন পাত্রীর একটা খুঁত সে বের করেই ছাড়বে। কোনো কোনো পাত্রীকে তার মা-খালার মতো মনে হয়। আবার পাত্রীর শরীরের রং কালো মানে পরবর্তী জেনারেশন উগান্ডার মতো হবে, সেটা রমিজ কিছুতে মেনে নিতে পারে না।

এদিকে, প্রতিবেশি এশা রমিজকে অনেক ভালোবাসে কিন্তু রমিজ সেটা বুঝতে নারাজ। তার সাফ কথা, আশপাশের মেয়ে সে কখনোই বিয়ে করবে না। রমিজ যতবার বিয়ে করতে যায়, এশা ততবারই আল্লাহর কাছে দোয়া করে যেন রমিজের পাত্রী পছন্দ না হয়। রমিজ প্রতিবারই পাত্রী দেখে এসে এ নিয়ে এশার সাথে ঝগড়া করে। অথচ এখানে এশার কি দোষ সে নিজেও বুঝতে পারে না। একদা এক পাত্রীকে দেখতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে পাত্রীর ভাই রমিজকে বেঁধে রাখে, বিয়ে না করলে তাকে ছাড়বে না। রমিজ কৌশলে টয়লেটে যাওয়ার কথা বলে পালিয়ে আসে।

রমিজের বাবা তার একমাত্র ছেলেকে কিভাবে বিয়েতে রাজি করাবে বুঝতে পারে না। রাস্তায়-চায়ের দোকানে গেলেই মানুষজন ছেলেকে নিয়ে টিটকারী করে। কেউ কেউ মন্তব্য করে রমিজকে নাকি জিন-ভূতে আছড় করেছে, তানা হলে শতাধিক পাত্রী দেখার পরও কেন তার পাত্রী পছন্দ হবে না। এক সময় রমিজের জন্য পাত্রী দেখতে দেখতে বাবা-বন্ধুবান্ধব সবাই বিরক্ত হয়ে যায়। এখন আর কেউই রমিজের সঙ্গে পাত্রী দেখতে যেতে রাজি হয় না। বিভিন্ন মজার ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে যায় রমিজের পাত্রী দেখার কাহিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে অন্তর্বর্তীকালীন সরকার: মাহফুজ আলম​​​​​​​

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম নিশ্চিত করেছেন, ৫ আগস্টের মধ্যে...

চূড়ান্ত পর্যায়ে জুলাই জাতীয় সনদ, ঐকমত্যের পথে কঠিন বাঁধা

জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট ‘জুলাই জাতীয় সনদ&r...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা