সংগৃহিত
খেলা

আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেন হ্যারি ব্রুক

ক্রীড়া ডেস্ক: আর মাত্র দিন দশেক পরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর শুরু হবে। তার আগেই জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আসর থেকে নাম সরিয়ে নিলেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান হ্যারি ব্রুক। আইপিএলের মিনি নিলামে তাকে ৪ কোটি রুপিতে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। যদিও সাম্প্রতিক সময়ে জাতীয় দলেও দেখা মিলছিল না ব্রুকের, এবার আইপিএল থেকেও তিনি নিজেকে সরিয়ে নিলেন।

ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ব্যক্তিগত কারণে খেলা থেকে দূরে আছেন এই তারকা ব্যাটসম্যান। তবে আইপিএল থেকেও নিজেকে সরিয়ে নেওয়ার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি ক্রিকবাজ। এর আগে ভারতের মাটিতে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের ইংলিশ দল থেকেও শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ব্রুক। সে সময় তার ও পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

জানুয়ারিতে প্রকাশিত এক বিবৃতিতে ইসিবি জানিয়েছিল, ‘এই সময়ে ব্রুকের পরিবার তাদের প্রাইভেসি রক্ষার অনুরোধ জানিয়েছে। একইভাবে গণমাধ্যম ও সাধারণ মানুষদের প্রতি ব্রুকের পরিবারের অনুরোধ মেনে সম্মান জানানোর অনুরোধ করছে ইসিবি।’ ঠিক একই কারণ জানানো হয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসকেও। ধারণা করা হচ্ছে– আচমকা তারকা ক্রিকেটারের নাম প্রত্যাহারে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের পথে ধাক্কা খাবে ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি তারা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে জানিয়েছে।

তবে এভাবে হঠাৎ করে নাম প্রত্যাহারের বিষয়টি ভালোভাবে নিচ্ছে না দিল্লি। বিসিসিআইকে তারা জানিয়েছে, ‘যদি কোনো ক্রিকেটার একবার নিলামের জন্য নাম অন্তর্ভূক্ত করেন, তাদের উচিৎ এই প্রতিশ্রুতিকে সম্মান জানানো। এরপর কারও নাম প্রত্যাহার করা অপেশাদার আচরণ এবং এ বিষয়টি বিসিসিআইয়ের দেখা উচিৎ।’

এর আগেও আইপিএলে বিক্রি হওয়া ক্রিকেটারদের নাম প্রত্যাহারের ঘটনা আছে। অ্যালেক্স হেলস, জেসন রয় কিংবা মিচেল স্টার্কের মতো তারকারা টুর্নামেন্ট শুরু কিংবা মাঝপথে আগেও নাম সরিয়ে নিয়েছিলেন। তবে এবার বিষয়টি নিয়ে দিল্লির আনুষ্ঠানিক মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তারা কিছু জানায়নি। বর্তমানে ব্রুকের পরিবর্তে উপযুক্ত ক্রিকেটার (রিপ্লেসমেন্ট) খোঁজার কাজে নেমেছে দিল্লি।

বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের চালু করা বাজবল ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হ্যারি ব্রুক। সর্বশেষ আইপিএলে তিনি খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। যদিও ১৩.২৫ কোটি রুপিতে কিনে নেওয়ার পর তার পারফরম্যান্স আশানুরূপ ছিল না। মাত্র ২১ গড়ে তিনি ১৯০ রান করেন গত আইপিএলে। সে কারণে মিনি নিলামের আগে ব্রুককে ছেড়ে দেয় হায়দরাবাদ। এরপর তাকে কিনে নেয় দিল্লি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

শ্রীমঙ্গলে ‘হারমোনি উৎসব’ স্থগিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রী...

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ১৩ মাস বয়সী এক শিশ...

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও শহিদ মিনারে সিএমপির শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে চ...

মহান বিজয় দিবসে দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সর্ব...

বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধায় সিক্ত জাতীয় স্মৃতিসৌধ

আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ নামক একটি স্বাধ...

বড়দিন উপলক্ষ্যে বান্দরবানে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

খ্রিষ্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন–২০২৫ উপলক্ষ্যে বান...

মহেশখালীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অর্থদণ্ড

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবৈধভাবে মাটি কাটার ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা