নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল শুক্রবার রাতে তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে প্রার্থী হয়েছেন মাহমুদুর রহমান মান্না। তিনি বিএনপির সমর্থন পেয়েছেন।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতিকা রহমান বলেন, গতকাল (শুক্রবার) রাতে মাহমুদুর রহমান হাসপাতালে আসেন। তাঁকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন এখন।
মাহমুদুর রহমান মান্নার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ইরতিকা রহমান বলেন, তিনি সকালে ঘুমাচ্ছিলেন। আপাতত তাঁর পরিস্থিতি স্থিতিশীল আছে। তিনি রেসপন্স করছেন।
আমারবাঙলা/এসএ