নিজস্ব প্রতিবেদক: সপ্তম দফায় টানা আটচল্লিশ ঘন্টার অবরোধের সমর্থনে রাজধানীর হাতিরঝিলে মিছিল করেছে বিএনপি।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম উজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী রাজধানীর হাতিরঝিলে বিক্ষোভ মিছিল করেছে।
এসময় নেতাকর্মীরা ঘোষিত তফসিল কে একতরফা দাবী করে তা বাতিলের পক্ষে শ্লোগান দেয়। মিছিলকারীরা একতরফা নির্বাচনের আয়োজনকে প্রহসন ও গণতন্ত্রকে হত্যার নীল নকশা বলে অভিহিত করে।
আজ দুপুর ২টা ত্রিশ মিনিটের সময় মিছিলটি হাতিরঝিল থেকে শুরু হয়ে মগবাজার রেলগেট এসে শেষ হয়।
বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি তারেক উজ জামান, মামুন বিল্লাহ, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাহবুব আলম ফরাজি, যুবদলের কেন্দ্রীয় সহ সম্পাদক মাহমুদ হাসান বাপ্পি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি তানজিল হাসান, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবু জাফর, সজিবুল ইসলাম সহ শতাধিক নেতাকর্মী।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            