ফেসবুকের কনটেন্ট নির্মাণ ও মনিটাইজেশন নীতিমালায় আসছে বড় পরিবর্তন। প্ল্যাটফর্মটিতে অন্যের ভিডিও কপি করে প্রকাশ করা, পরিচিত কনটেন্ট নির্মাতাদের প্রোফাইল নকল করা বা জনপ্রিয় কনটেন্ট অনুকরণ করে একই ধরনের ভিডিও বানানোয় এবার নিষেধাজ্ঞা আনছে মেটা।
মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা ক্রমাগত ফিডে একই ধাঁচের কনটেন্ট দেখতে দেখতে বিরক্ত। একটি মিম বা রিল ভাইরাল হওয়ার পরপরই শুরু হয় তার অসংখ্য অনুকরণ। এতে মূলত নতুন ও মৌলিক কনটেন্ট গুলিয়ে যায়, যা নির্মাতাদের জন্যও হতাশাজনক।
মেটা জানিয়েছে, এই পরিস্থিতি ঠেকাতেই নতুন নীতিমালা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগেও প্ল্যাটফর্মটিতে অনাকাঙ্ক্ষিত কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মেটা। চলতি বছরের এপ্রিল থেকে স্প্যাম লিংক ও কমেন্টের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। একই ধরনের পোস্ট ও কমেন্ট বারবার দেওয়ায় পাঁচ লাখের বেশি অ্যাকাউন্টের রিচ সীমিত করা হয়েছে। কিছু অ্যাকাউন্ট থেকে পোস্ট দেওয়ার সুযোগও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এ ছাড়া অন্তত এক কোটি ভুয়া অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন নীতিমালায় বলা হয়েছে, যারা কপি করা কনটেন্ট প্রকাশ করবেন, তাঁদের আর মনিটাইজেশনের সুযোগ দেওয়া হবে না। বরং যারা নিজস্ব চিন্তা ও মৌলিক আইডিয়া দিয়ে কনটেন্ট তৈরি করেন, শুধুমাত্র তারাই পাবে আয়ের সুযোগ ও মনিটাইজেশন পার্টনারের স্বীকৃতি।
আমারবাঙলা/এফএইচ