ছবি: সংগৃহীত
খেলা
চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট

জাকের–হৃদয়ে বাংলাদেশের ১০০ পার

ক্রীড়া ডেস্ক

৮.৩ ওভারের মধ্যে ৩৫ রানে ৫ উইকেট পড়েছিল বাংলাদেশের। ষষ্ঠ উইকেটে ৭৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের ইনিংসকে পথে ফেরানোর চেষ্টায় জাকের ও হৃদয়। দুজনেই ৪০ রানে অপরাজিত আছেন।

এর আগে টস জিতে ব্যাটিং নিলেও শুরুটা হতাশাজনক হয়েছে বাংলাদেশের। শুরুর দুই ওভারেই ফিরেছেন দুই ব্যাটার। প্রথম ওভারে মোহাম্মদ সামির বলে ড্রাইভ খেলতে গিয়ে ওপেনার সৌম্য সরকার শূন্য রানে গ্লাভসবন্দি হয়েছেন। দ্বিতীয় ওভারে হর্ষিত রানার আঘাতে ফিরেছেন নতুন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। বাজে টাইমিংয়ের খেসারত দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। কভার ড্রাইভ করতে গিয়ে সরাসরি কোহলির সহজ ক্যাচে পরিণত হয়েছেন তিনি। সৌম্যর মতো তিনিও শূন্য রানে আউট হয়েছেন। ৭ম ওভারে এসে আউট হয়েছেন মেহেদী হাসান মিরাজ। তিনি করেছেন ৫ রান। ওপেন করতে নেমে ভালো খেললেন তানজিদ তামিম। তিনি আউট হয়েছেন ২৫ রানে। অন্যদিকে ডাক মেরেছেন মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহমি।

দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, টস জিতলে তারা শুরুতে বোলিং নিতেন। কারণ অতীত অভিজ্ঞতার ভিত্তিতে তার কাছে মনে হচ্ছে, আলোর নিচে ব্যাটিংটা সহজ।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়িয়েছিল ৮ বছর আগে ২০১৭ সালে। সেবার মাশরাফির বাংলাদেশ ভারতের কাছে হেরে বিদায় নেয় সেমিফাইনাল থেকে। বার্মিংহামে অনুষ্ঠিত ম্যাচটি জিততে পারলেই স্বপ্নের ফাইনাল খেলতে পারতো বাংলাদেশ। হারলেও অবশ্য যে কোন বৈশ্বিক আসরে সেটাই ছিল বাংলাদেশের সেরা সাফল্য।

বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনারকে নিয়ে খেলতে নামছে। মাহমুদউল্লাজ রিয়াদও নেই। পরে জানা গেছে, হালকা চোট রয়েছে তার। ম্যাচের আগে থেকে পেসার নাহিদ রানাকে নিয়ে আলোচনা চললেও একাদশে জায়গা হয়নি তার। পেস আক্রমণে তাসকিনের সঙ্গে রয়েছেন মোস্তাফিজ ও তানজিম হাসান। স্পিন আক্রমণে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৭ ওভারে ২৬/৩ (তানজিদ ২০*, হৃদয় ০*; সৌম্য ০, শান্ত ০, মিরাজ ৫)

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা ও মোহাম্মদ সামি।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘হ্যাঁ’ ‘না’ পোস্টে সরগরম ফেসবুক 

সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে তোলপাড় চলছে ‘হ্যাঁ’ ‘না&rsqu...

হামাসের নিরস্ত্রীকরণ প্রশ্নে প্রায় ৭০ শতাংশ ফিলিস্তিনি ঘোরবিরোধী

হামাস নিরস্ত্র হোক, চান না ৭০ শতাংশ ফিলিস্তিনি বেশির ভাগ ফিলিস্তিনি...

আগামী জাতীয় নির্বাচনে এআই অপপ্রচার মোকাবিলাই বড় চ্যালেঞ্জ 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নি...

সকাল থেকে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় রাজধা...

ইংল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপে ইতিহাস দক্ষিণ আফ্রিকার

আক্ষেপ ঘুচল দক্ষিণ আফ্রিকার মেয়েদের। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফা...

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

কমিটি বাতিলের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর...

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।...

বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "...

লাইফস্টাইল
বিনোদন
খেলা