ফাইল ফটো
খেলা

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে সৌম্য

ক্রীড়া ডেস্ক: নিজে দীর্ঘদিন অফফর্মে। ওপেনিংয়ে সমস্যার কারণে এই অফফর্ম নিয়েও দলে জায়গা পান সৌম্য সরকার। কিন্তু জায়গা পাওয়াটাকে শুধু অপচয়ই করেন তিনি। একটি-দুটি মাঝারি মানের ইনিংস মাঝে-মধ্যে খেললেও, নিয়মিতই তিনি এবং বাংলাদেশের টপ অর্ডাররা ব্যর্থ।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হার, ভারতের সঙ্গে ব্যাটিংয়ে খুবই বাজে অবস্থার কারণে বাংলাদেশ দল নিয়ে সবাই যখন খুব শঙ্কার মধ্যে সময় কাটাচ্ছে, বিশ্বকাপে কী হয় না হয়, সুপার এইটে যেতে পারবে কি না- তা নিয়ে চিন্তিত; তখন খোদ সৌম্য সরকার শোনালেন আশার বাণী। তিনি নাকি বিশ্বকাপে খেলতেই গেছেন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে এবং এখনও সেই স্বপ্ন লালন করে চলেছেন বাংলাদেশ দলের ওপেনার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্য গ্রিন রেড স্টোরিতে আজ কথা বলেছিলেন সৌম্য। সেখানেই বিশ্বকাপে ফাইনাল খেলার এবং চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা জানান সৌম্য সরকার।

তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে যে কোনো বিশ্বকাপে খেলাই একটা গর্বের বিষয়, ২০১৫ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম এবারও সে রকম রোমাঞ্চ কাজ করবে। চেষ্টা করবো ২০২৪ সালে আমার জন্য স্মরণীয় করতে পারি এবং পাশাপাশি দলকেও ভালো কিছু উপহার দিতে পারি।’

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পুরোপুরি অফফর্মে থাকলেও তার ব্যাপারে আশাবাদী সৌম্য। তিনি বলেন, ‘শেষ শ্রীলঙ্কা সিরিজে একসঙ্গে ছিলাম। দেখেছি সে (শান্ত) পুরো দলকে একত্র করে ভালো করার চেষ্টা করেছে। আশা করি, সবকিছু একত্র করে একটা বিশ্বকাপে সে সবাইকে সামনে নিয়ে আসতে পারবে। আমার পক্ষ থেকে তার জন্য শুভকামনা; আশা করব, সে বাংলাদেশকে অধিনায়কত্বের দিক থেকে নতুন কিছু উপহার দেবে।’

একটা ভালো টুর্নামেন্ট উপহার দেয়ার প্রতিশ্রুতির কথা জানান সৌম্য। তিনি বলেন, ‘শান্ত নতুন অধিনায়ক। সাকিব (ভাই), রিয়াদ (ভাই) আছে, আমরাও অনেক দিন ধরে খেলছি। সবার অভিজ্ঞতাকে একসঙ্গে করে দল হিসেবে খেললে আশা করি আমরা একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারবো।’

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা জানিয়ে সৌম্য সরকার বলেন, ‘সব সময় বড় স্বপ্ন দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। ব্যক্তিগতভাবে আমি বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। কেউ সেমিফাইনাল বললে আমি বলব, ফাইনাল খেলতে যাবো। তারপরে রেজাল্টের কথা আসবে। মাঠে ভালো খারাপের উপর ফল আসবে। খেলায় উত্থান-পতন, ভালো-খারাপ, হার-জিত থাকবে। আমরা আমাদের দিক থেকে চাইব নিজেদের সেরাটা দেওয়ার।’

বিশ্বকাপে গ্রুপ ‘ডি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে চারটি ম্যাচ মোট তিনটি ভেন্যুতে খেলবে বাংলাদেশ। টাইগারদের শিরোপা মিশন শুরু হবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘হ্যাঁ’ ‘না’ পোস্টে সরগরম ফেসবুক 

সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে তোলপাড় চলছে ‘হ্যাঁ’ ‘না&rsqu...

হামাসের নিরস্ত্রীকরণ প্রশ্নে প্রায় ৭০ শতাংশ ফিলিস্তিনি ঘোরবিরোধী

হামাস নিরস্ত্র হোক, চান না ৭০ শতাংশ ফিলিস্তিনি বেশির ভাগ ফিলিস্তিনি...

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

আগামী জাতীয় নির্বাচনে এআই অপপ্রচার মোকাবিলাই বড় চ্যালেঞ্জ 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নি...

সকাল থেকে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় রাজধা...

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

কমিটি বাতিলের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর...

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।...

বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "...

লাইফস্টাইল
বিনোদন
খেলা