ছবি-সংগৃহীত
খেলা

ডোপিং অভিযোগে নিষিদ্ধ হলেন পগবা

ক্রীড়া ডেস্ক: ইতালিয়ান এন্টি ডোপিং অথরিটিস (এনএডিও) জানিয়েছে, নিষিদ্ধ ঔষুধ সেবনের দায়ে জুভেন্টাস ও ফ্রান্সের মিডফিল্ডার পল পগবাকে ফুটবল থেকে অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।

চলতি বছরের গত ২০ আগস্ট উদিনেসের বিপক্ষে জুভেন্টাসের ৩-০ গোলের জয়ের ম্যাচটির পর পগবার বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠে। পরবর্তীতে পরীক্ষা করে পগবার দেহে অতিরিক্ত মাত্রার টেস্টোটেরোন শনাক্ত করেছে এনএডিও।

ইতালিয়ান এন্টি ডোপিং অথরিটিস (এনএডিও) জানিয়েছে, এর মাধ্যমে পগবা এন্টি-ডোপিং আইন ভঙ্গ করেছে।

এক বিবৃতিতে জুভেন্টাস জানিয়েছে, সতর্কতার অংশ হিসেবে পগবাকে তারা সাময়িকভাবে বহিষ্কার করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে পরবর্তী পদক্ষেপ বিবেচনায় সব ধরনের সিদ্ধান্ত নেবার ক্ষমতা জুভেন্টাসের আছে।

পগবার ডোপিং পরীক্ষাটি করা হয়েছে ‘এ’ নমুনার ভিত্তিতে। যদি ‘বি’ নমুনার ফলও পজিটিভ আসে তবে অন্তত চার বছরের নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে পগবাকে।

বার্তা সংস্থা এএফপিকে পগবার এজেন্ট রাফায়েল পিমেন্তা বলেছেন তারা দ্বিতীয় নমুনার অপেক্ষায় আছেন। এই ফলাফলের আগে এখনই কোন মন্তব্য করা যাবেনা। তবে পগবা কখনোই কোন আইন ভঙ্গ করতে চাননি, এ ব্যপারে নিশ্চয়তা দেয়া যায়।

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আবারো জুভেন্টাসে যোগ দিয়েছিলেন পগবা। এর আগে ২০১২-১৬ সার পর্যন্ত তুরিনের জায়ান্টদের হয়ে চারটি সিরি-এ ও দুটি ইতালিয়ান কাপ জয় করেছেন। ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছেন।

২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের তারকা স্ট্রাইকার ছিলেন পগবা। ২০২২-২৩ মৌসুম অবশ্য ইনজুরির কারনে নিজেকে মেলে ধরতে পারেননি। পগবা মাঠ ও মাঠের বাইরে বিতর্ককে সঙ্গী করেই খেলে গেছেন।

ছোটবেলার বন্ধু ও এক ভাইয়ের সাথে বিশাল অংঙ্কের অর্থের প্লট নিয়ে জালিয়াতির বিষয়ে পগবাকে জড়িয়ে বিতর্ক কম হয়নি।

পগবা চলতি মৌসুমে জুভেন্টাসের হয়ে মাত্র ১০ ম্যাচ খেলেছেন, কাতার বিশ্বকাপেও ইনজুরির কারনে ফ্রান্সের হয়ে মাঠে নামতে পারেননি।

সম্প্রতি পগবা আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘গত মৌসুমটা মোটেই ভাল যায়নি। সে কারণেই আবারো ভালভাবে ফুটবলে ফেরার আকাঙ্খা বেড়েছে। যে সমস্ত মানুষ তোমার সবচেয়ে বেশী ঘনিষ্ঠ তাদের কাছ থেকেই তুমি দু:খ বেশী পাবে।

তিনি বলেন, শত্রু কোথায় আছে তা সহজেই বের করা যায়। কিন্তু পরিবার ও বন্ধুদের মধ্যে থেকে কেউ যদি তোমাকে ধ্বংস করতে চায় তবে সেটা বের করা সত্যিই কঠিন। তোমাকে এজন্য সবসময় সতর্ক থাকতে হবে। অর্থ-সম্পদ মানুষকে পরিবর্তন করে দেয়, পরিবারকে ভেঙ্গে দেয়।

অর্থ জালিয়াতির বিষয়টি নিয়ে দারুন ভাবে ভেঙ্গে পড়েছিলেন ফ্রান্সের এই তারকা মিড ফিল্ডার।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মৌলভীবাজারে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমুখ ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগ...

থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর মাইজদী শহরে থানার পাশে সুপার মার্কেটের নিলয় জুয়েলার্সে চুরির ঘটন...

ভারতীয় ট্রাকের ধাক্কায় বাংলাদেশি পথচারী নিহত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাকের ধাক্কায় কবির আলী...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে হিন্দি গান পরিবেশন, শিক্ষকের নিন্দা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইসিটি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে হিন্দি গান...

‘সাবেক স্ত্রী’ বলাতে আপত্তি জানিয়ে মডেলের খোলা চিঠি

১৬ বছর বয়সে বিয়ে, যেখানে কোনোরকম সম্মতি ছিল না কনের। বরং এই বিয়ে নামক রাজকীয়...

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিজেকে ঘোষণা করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট...

মামলায় উল্লিখিত আহতদের খোঁজ না মেলায় শেখ হাসিনাসহ ১১৩ জনের অব্যাহতির সুপারিশ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সাহেদ আলীসহ ১০ জনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায়...

বাংলাদেশের ম্যাচ ঘিরে জটিলতা, শ্রীলঙ্কা নয় ভারতেই বিকল্প ভেন্যু  ভাবছে  আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর কাউন্টডাউন চললেও বাংলাদেশের ম্যাচগুলো কোথায় অনুষ্ঠ...

১২৬ নগরীর মধ্যে বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণে আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধান...

জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি নির্ধারণে ইবিতে নতুন কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই বিপ্লববিরোধী ভূমিকায় থাকা শিক্ষক, কর্মকর্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা