ছবি-সংগৃহীত
খেলা

ডোপিং অভিযোগে নিষিদ্ধ হলেন পগবা

ক্রীড়া ডেস্ক: ইতালিয়ান এন্টি ডোপিং অথরিটিস (এনএডিও) জানিয়েছে, নিষিদ্ধ ঔষুধ সেবনের দায়ে জুভেন্টাস ও ফ্রান্সের মিডফিল্ডার পল পগবাকে ফুটবল থেকে অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।

চলতি বছরের গত ২০ আগস্ট উদিনেসের বিপক্ষে জুভেন্টাসের ৩-০ গোলের জয়ের ম্যাচটির পর পগবার বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠে। পরবর্তীতে পরীক্ষা করে পগবার দেহে অতিরিক্ত মাত্রার টেস্টোটেরোন শনাক্ত করেছে এনএডিও।

ইতালিয়ান এন্টি ডোপিং অথরিটিস (এনএডিও) জানিয়েছে, এর মাধ্যমে পগবা এন্টি-ডোপিং আইন ভঙ্গ করেছে।

এক বিবৃতিতে জুভেন্টাস জানিয়েছে, সতর্কতার অংশ হিসেবে পগবাকে তারা সাময়িকভাবে বহিষ্কার করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে পরবর্তী পদক্ষেপ বিবেচনায় সব ধরনের সিদ্ধান্ত নেবার ক্ষমতা জুভেন্টাসের আছে।

পগবার ডোপিং পরীক্ষাটি করা হয়েছে ‘এ’ নমুনার ভিত্তিতে। যদি ‘বি’ নমুনার ফলও পজিটিভ আসে তবে অন্তত চার বছরের নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে পগবাকে।

বার্তা সংস্থা এএফপিকে পগবার এজেন্ট রাফায়েল পিমেন্তা বলেছেন তারা দ্বিতীয় নমুনার অপেক্ষায় আছেন। এই ফলাফলের আগে এখনই কোন মন্তব্য করা যাবেনা। তবে পগবা কখনোই কোন আইন ভঙ্গ করতে চাননি, এ ব্যপারে নিশ্চয়তা দেয়া যায়।

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আবারো জুভেন্টাসে যোগ দিয়েছিলেন পগবা। এর আগে ২০১২-১৬ সার পর্যন্ত তুরিনের জায়ান্টদের হয়ে চারটি সিরি-এ ও দুটি ইতালিয়ান কাপ জয় করেছেন। ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছেন।

২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের তারকা স্ট্রাইকার ছিলেন পগবা। ২০২২-২৩ মৌসুম অবশ্য ইনজুরির কারনে নিজেকে মেলে ধরতে পারেননি। পগবা মাঠ ও মাঠের বাইরে বিতর্ককে সঙ্গী করেই খেলে গেছেন।

ছোটবেলার বন্ধু ও এক ভাইয়ের সাথে বিশাল অংঙ্কের অর্থের প্লট নিয়ে জালিয়াতির বিষয়ে পগবাকে জড়িয়ে বিতর্ক কম হয়নি।

পগবা চলতি মৌসুমে জুভেন্টাসের হয়ে মাত্র ১০ ম্যাচ খেলেছেন, কাতার বিশ্বকাপেও ইনজুরির কারনে ফ্রান্সের হয়ে মাঠে নামতে পারেননি।

সম্প্রতি পগবা আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘গত মৌসুমটা মোটেই ভাল যায়নি। সে কারণেই আবারো ভালভাবে ফুটবলে ফেরার আকাঙ্খা বেড়েছে। যে সমস্ত মানুষ তোমার সবচেয়ে বেশী ঘনিষ্ঠ তাদের কাছ থেকেই তুমি দু:খ বেশী পাবে।

তিনি বলেন, শত্রু কোথায় আছে তা সহজেই বের করা যায়। কিন্তু পরিবার ও বন্ধুদের মধ্যে থেকে কেউ যদি তোমাকে ধ্বংস করতে চায় তবে সেটা বের করা সত্যিই কঠিন। তোমাকে এজন্য সবসময় সতর্ক থাকতে হবে। অর্থ-সম্পদ মানুষকে পরিবর্তন করে দেয়, পরিবারকে ভেঙ্গে দেয়।

অর্থ জালিয়াতির বিষয়টি নিয়ে দারুন ভাবে ভেঙ্গে পড়েছিলেন ফ্রান্সের এই তারকা মিড ফিল্ডার।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম-১০ ও ১১ আসনে বিএনপির প্রার্থী বদল!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের দুটি গুরুত্বপূর্ণ আসনে প্...

বড়লেখায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজারের বড়লেখায় সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ...

নিম্নমানের বেকারি সামগ্রীতে সয়লাব মনোহরদীর হাট-বাজার

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন হাট-বাজারে খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরি...

আনন্দ মিছিল শেষে চট্টগ্রামের বিএনপি নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত...

মৌলভীবাজারে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সরকার ঘোষিত দলীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযো...

চট্টগ্রামের দুই আসনে বিএনপির প্রার্থী পুনর্বিন্যাস

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ কয়েকটি সংসদীয় আসন...

পেকুয়ায় বিইউআই কামিল মাদ্রাসার ৭৫ বছর পূর্তি প্লাটিনাম জুবিলী উদযাপিত

কক্সবাজারের পেকুয়ার রাজাখালী বি ইউ আই কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাকালের ৭৫বছর পূ...

শিউবি এলামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কক্সবাজারের পেকুয়া শিলখালী উচ্চ বিদ্যালয় (শিউবি) প্রাক্তন ছাত্র পরিষদের এলামন...

চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলার পলাতক আসামি কুহিন গ্রেপ্তার

হবিগঞ্জের আজমিরগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর রাসেল আ...

ফরিদগঞ্জে ৬ দোকান আগুনে পুড়ে ছাই, কিশোর নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ১৪ বছর বয়স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা