ছবি: সংগৃহীত
জাতীয়

প্রধান উপদেষ্টার  প্রশংসা করলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

ঢাকায় এসে প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। সোমবার (১৪ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভুটানের দায়িত্বপ্রাপ্ত বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর জ্যাঁ পেসমে।

আলোচনায় জোহানেস জুট বলেন, “আপনি ও আপনার টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন। আর্থিক খাতে যেসব চ্যালেঞ্জ আছে, সেগুলো মোকাবিলায় আপনাদের নেতৃত্ব অত্যন্ত প্রশংসনীয়।”

তিনি আরও জানান, বাংলাদেশে ইতিবাচক পরিবর্তনের যে আকাঙ্ক্ষা রয়েছে, বিশ্বব্যাংক তার সঙ্গে একমত। তিনি বলেন, “এই যাত্রায় আমরা পাশে থাকতে প্রস্তুত।”

২০২৩ সালের জুলাইয়ে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুট বলেন, “ওটা আমাদের সবার জন্য ছিল আবেগঘন একটি অধ্যায়।”

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখন দেশ ছিল যেন ধ্বংসস্তূপে পরিণত। কিন্তু আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় আমরা এগিয়ে চলেছি। আমাদের আত্মবিশ্বাস বেড়েছে।”

তিনি জানান, গত বছরের গণআন্দোলনে তরুণদের অংশগ্রহণ নতুন প্রেরণা দিয়েছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এ কারণেই সরকার “জুলাই নারী দিবস” পালন করছে বলে জানান তিনি।

বৈঠকে ইউনূস আরও বলেন, “বাংলাদেশকে কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে দক্ষিণ এশিয়ার বৃহত্তর অগ্রগতির অংশ হিসেবে দেখা উচিত। আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন সুবিধা বাড়ানোর মাধ্যমে এই অঞ্চল আরও লাভবান হতে পারে।”

তরুণদের কর্মসংস্থানের প্রসঙ্গে ইউনূস বলেন, “আমাদের তরুণ জনশক্তি অনেক দেশের তুলনায় এগিয়ে। তাই আমরা বিশ্বের উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। আমরা প্রস্তুত একটি উৎপাদন হাব গড়ে তুলতে।”

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জুট বলেন, “নারী উন্নয়নে অধ্যাপক ইউনূসের ভূমিকা প্রশংসনীয়। এই ধারা অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও জানান, গত অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করেছে এবং আগামীতেও এ সহায়তা বজায় থাকবে।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন। তাঁর ভাষ্য মতে, নতুন ব্যবস্থাপনায় কনটেইনার হ্যান্ডলিং বাড়ছে এবং চলতি বছরের প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল...

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে চারজন আটক 

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার কাচিকাট...

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

মহান বিজয় দিবসে কোস্ট গার্ডের দুটি জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন দুটি জাহাজ জনসাধ...

যথাযোগ্য মর্যাদায় নৌ অঞ্চলসমূহে বিজয় দিবস উদ্‌যাপন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সব নৌ অঞ্চলে ম...

বান্দরবানে জেলা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্...

ধোবাউড়ায় জামায়াতে ইসলামীর বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার(১৬ ডিসেম্বর )বিকাল ২টায় ধোবাউড়া মোহাম্মদিয...

মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দিল কক্সবাজার জেলা প্রশাসন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা