সংগৃহিত
খেলা

নিউজিল্যান্ডকে অস্ট্রেলিয়ার হোয়াইটওয়াশ

ক্রীড়া ডেস্ক: ম্যাচের শুরুতেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেটা গিয়ে দাঁড়ালো থেমে থেমে তিন দফাতে। তাতে ম্যাচের দৈর্ঘ্য কমে এসে দাঁড়ালো ১০ ওভারে। টি-টোয়েন্টি থেকে টি-টেনে রূপ নেওয়া ম্যাচে বৃষ্টি আইনে ২৭ রানে জিতে নিউ জিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া। সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও সেরে নিলো দলটি।

রোববার (২৫ ফেব্রুয়ারি) অকল্যান্ডে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ১০.৪ ওভারে ৪ উইকেটে ১১৮ রান তোলার পর বৃষ্টি নামে। তাতে আর ব্যাটিং করার সুযোগ পায়নি তারা। ফলে বৃষ্টি আইনে নিউ জিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ১২৬। হাতে উইকেট থাকার পরও নির্ধারিত ওভার শেষে কিউইরা কেবল ৯৮ পর্যন্ত যেতে পারে।

ইডেন পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করলেও ইনিংস লম্বা করতে পারেননি স্টিভেন স্মিথ। অ্যাডাম মিলনেকে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করা স্মিথ এক বল পরই বাড়তি বাউন্সে পরাজিত হয়ে সাজঘরে ফেরেন। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ওপেনার হিসেবে জায়গা পাওয়া কঠিন হয়ে গেল তার জন্য।

স্মিথের আউটের পর ম্যাথু শর্টকে নিয়ে ইনিংস টেনে নিয়ে যান ট্রাভিস হেড। বোল্টকে ছক্কা ও চারে শুরু করেন শর্ট তিনি। পরে টানা দুটি ছক্কা মারেন মিলনেকে। অপর পাশে দুইবার জীবন পেয়ে বেন সিয়ার্সকে। টানা দুই বলে ছক্কা ও চার মারেন হেড।

এরপরই শর্টকে তুলে নেন সিয়ার্স। ১১ বলে ২৭ রান করে আউট হন শর্ট। আর দুই দফায় বেঁচে গিয়ে হেড শেষ পর্যন্ত বিদায় নেন ৩০ বলে ৩৩ করে। গ্লেন ম্যাক্সওয়েল একবার জীবন পেয়ে খেলেন ৯ বলে ২০ রানের ইনিংস। টিম ডেভিড ও জশ ইংলিস ভালো শুরু করলেও তাদেরকে থামিয়ে দেয় বৃষ্টি।

বৃষ্টি আইনে নিউ জিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৬। রান তাড়ায় নেমে তাদের কেউ সুবিধা করতে পারেনি। ৭ বলে ১৪ করে আউট হয়ে যান উইল ইয়াং, ফিন অ্যালেন করেন ৯ বলে ১৩। তিনে নেমে টিম সাইফার্ট করেন ৫ বলে ২ রান।

গ্লেন ফিলিপস এক প্রান্তে দ্রুত রান তুললেও তাকে সঙ্গ দিতে পারেনি কেউ। শেষ পর্যন্ত ২৪ বলে ৪০ রানে অপরাজিত থাকেন ফিলিপস। ১৫ বল খেলে চ্যাপম্যান করতে পারেন কেবল ১৭ রান। দলের রান তাই একশও ছুঁতে পারেনি। অথচ হাতে উইকেট ছিল আরও ৭টি।

কার্যকর ইনিংসের পর বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ম্যাথু শর্ট। সিরিজে ৯৮ রান করে ও ২ উইকেট নিয়ে সিরিজ সেরা অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ।

টি-টোয়েন্টি সিরিজের পর সামনে দুই দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। প্রথমটি ওয়েলিংটনে বৃহস্পতিবার থেকে, পরেরটি ক্রাইস্টচার্চে ৮ মার্চ থেকে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ১০.৪ ওভারে ১১৮/৪ (হেড ৩৩, শর্ট ২৭)

নিউ জিল্যান্ড: (লক্ষ্য ১০ ওভারে ১২৬) ১০ ওভারে ৯৮/৩ (ফিলিপস ৪০*, চ্যাপম্যান ১৭*)

ফল: বৃষ্টি আইনে অস্ট্রেলিয়া ২৭ রানে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: ম্যাথু শর্ট।

ম্যান অব দ্য সিরিজ: মিচেল মার্শ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় বয়স্ক নারীর লাশ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হাত–পা বাঁধা অবস্থায় খাইরুন নেছা (৬০) নামের...

অবশেষে সুফিয়ানই চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী

চট্টগ্রাম-৯ আসনে আবু সুফিয়ানকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে কে...

কুষ্টিয়ায় সীমান্তের বসবাসরত নাগরিকদের সাথে বিজিবির মতবিনিময়

কুষ্টিয়ার সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছে বর্ডার গার্ড...

বিটরুটের ১০ উপকারিতা

বিটরুটকে বলা হয় সুপারফুড। এতে আছে প্রচুর উপকারী পুষ্টি উপাদান। হৃৎপিণ্ড সুস্থ...

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক...

'দ্রুত নির্বাচন দেশের জন্য কল্যাণ বয়ে আনবে'

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচন যত দ্রুত সম্পন্ন হব...

বেগম খালেদা জিয়া ঐক্য, সার্বভৌম, গণতন্ত্র, মুক্তি ও আস্থার প্রতীক: ইসরাফিল

চট্টগ্রাম-১১ আসনের হাজারো নেতাকর্মী একত্রিত হয়ে বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগ...

খালেদা জিয়ার আপসহীনতা দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ উদাহরণ: দীপ্তি

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, মা...

চট্টগ্রামে বিয়ের সামাজিক বৈঠকে তর্ক থেকে হত্যাকাণ্ড

চট্টগ্রামের হাটহাজারীতে বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠক—স্থানীয়ভাবে পর...

বৈষম্য দূর হবে ভেবেছিলাম, কিন্তু ২৪-এর পরও চাঁদাবাজি বন্ধ হয়নি: মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা