জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ইসলামি শক্তিকে দমিয়ে রাখা সম্ভব নয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে আট দলের আয়োজনে অনুষ্ঠিত মহাসমাবেশে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে চট্টগ্রামকে ইসলামী চেতনার কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলতে হবে।
তার ভাষ্যে, চট্টগ্রামের মাটি বরাবরই ইসলামপন্থীদের ঘাঁটি হিসেবে পরিচিত এবং এই আট দলীয় শক্তি ক্ষমতায় গেলে জনগণই দেশ পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, ‘কারও বংশগত ক্ষমতায় দেশ চলতে পারে না।’