চট্টগ্রাম-৯ আসনে আবু সুফিয়ানকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম-৯ আসনে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগের সংবাদ সম্মেলনে চট্টগ্রাম ৯ আসনে আবু সুফিয়ানের নাম ঘোষণা করা হলেও পরে তা স্থগিত করা হয়েছিল।
অনেকদিন পর আজ পুনরায় একই আসনে আবু সুফিয়ান কে দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
একই সঙ্গে চট্টগ্রাম কক্সবাজার সহ পাঁচটি আসনে পুনরায় মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি।
চট্টগ্রাম ৩ আসনে মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম ৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম ১৫ আসনে নাজমুল মোস্তফা আমিন, কক্সবাজার- ২ আসনে আলমগীর মাহফুজুল্লাহ ফরিদকে মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়।