কয়েকটি রাজনৈতিক দলের মন জুগিয়ে চলতে গিয়ে প্রধান উপদেষ্টা দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ (রোববার, ২ নভেম্বর) সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে ‘স্বল্প আস্থার সমাজে সংস্কার ও নির্বাচনি ঐক্যের রাজনৈতিক চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
আলোচনা সভায় মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘সংস্কারসহ দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারের নীতিগত কোনো নিজস্ব অবস্থান নেই।’
আলোচনায় অংশ নিয়ে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, ‘রাষ্ট্রের দুর্বলতা কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় যাওয়া মূল লক্ষ্য, ঐকমত্য কমিশনের সংস্কারের সঙ্গে জনগণের কোনো সংযোগ নেই।’
আমারবাঙলা/এফএইচ