ছবি: নেপালের কাঠমান্ডুতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ
আন্তর্জাতিক
প্রতিবেদন: কাঠমান্ডু পোস্ট

কারফিউ উপেক্ষা করে নেপালে তরুণদের বিক্ষোভ, পুলিশের গুলিবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

নেপালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১৯ জনের মৃত্যুর পর দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া দেশজুড়ে একাধিক এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন।

তবে কারফিউ জারির পরও কাঠমান্ডু উপত্যকায় তরুণদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। পুলিশের দমনপীড়নে প্রাণহানির জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এমনকি কাঠমান্ডুর বাইরে তরুণদের বিক্ষোভ দমনে পুলিশের গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

সংবাদমাধ্যমটি বলছে, কারফিউ জারির পরও মঙ্গলবার কাঠমান্ডুর নিউ বানেশ্বরসহ উপত্যকার বিভিন্ন এলাকায় তরুণদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার জেন জি প্রজন্মের দুর্নীতিবিরোধী ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে বিক্ষোভে পুলিশের দমনপীড়নে কাঠমান্ডুতে অন্তত ১৭ জন ও ইটাহারিতে ২ জন নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও ৪০০ জনের বেশি বিক্ষোভকারী।

এদিকে সরকারি দমননীতি ও রক্তক্ষয়ী ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে কালিঙ্কি, ছাপাগাঁওসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। ফেডারেল পার্লামেন্ট ভবনের সামনে থেকে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী কাঠমান্ডু, ললিতপুর ও ভক্তপুরে কঠোর কারফিউ জারি করা হয়েছে। কাঠমান্ডু জেলা প্রশাসন সকাল ৮টা ৩০ মিনিট থেকে অনির্দিষ্টকালের জন্য রিং রোডের ভেতরে কারফিউ ঘোষণা করে। বলকুমারী সেতু, কোঠেশ্বর, সীনামঙ্গল, গাউশালা, চাবাহিল, নারায়ণ গোপাল চৌক, গংগাবু, বালাজু, স্বয়ম্ভূ, কালিঙ্কি, বালখু ও বাগমতী সেতুও এই কারফিউয়ের অন্তর্ভুক্ত।

ললিতপুরে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত কারফিউ বলবৎ রয়েছে। ভক্তপুরেও মাধ্যপুর ঠিমি, সূর্যবিনায়ক, চাংগুনারায়ণ ও ভক্তপুর পৌর এলাকায় সকাল ৮টা ৩০ মিনিট থেকে অনির্দিষ্টকালের জন্য চলাচল ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

স্থানীয় প্রশাসন আইন ১৯৭১-এর ধারা ৬(৩) অনুযায়ী সব ধরনের চলাফেরা, জমায়েত, মিছিল, সমাবেশ, শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে।

তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার সকালে নিউ বানেশ্বর পার্লামেন্ট ভবনের সামনে তরুণরা জড়ো হয়। যদিও সেসময় তারা কোনও ব্যানার বহন করেনি। এক অংশগ্রহণকারী বলেন, “গতকালের ঘটনা সরকারের ব্যর্থতা প্রকাশ করেছে। আমি তরুণদের পাশে দাঁড়াতে এসেছি।”

এদিকে সোমবারের বিক্ষোভে ১৯ জন নিহত হওয়ার পর সরকার ও বিরোধী দলের নেতারা সরকারের কঠোর দমননীতির তীব্র সমালোচনা করেন। তারা বলেন, এ ঘটনাই সরকারের দমনমূলক অবস্থানকে স্পষ্ট করে দিয়েছে।

অন্যদিকে মঙ্গলবার চন্দ্রনিগাহাপুরে জেন জি তরুণদের বিক্ষোভ দমনে পুলিশের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোমবারের দমন-পীড়নের প্রতিবাদে আয়োজিত ওই বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে।

এসময় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ডজনখানেক ফাঁকা গুলি ছোড়ে। হতাহত বা গ্রেপ্তারের বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। চন্দ্রনিগাহাপুরে পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১২ডিসেম্বর, নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত

হাবিব আহম্মদ মোল্লা: নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার (১২...

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হ...

ফেসবুকে মালয়েশিয়ার স/ন্ত্রা/সী গোষ্ঠীর কার্যকলাপ প্রচারের দায়ে ১  বাংলাদেশির ১০ বছরের কারাদণ্ড।

মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া: কুয়ালালামপুর হাইকোর্টে শুক্রবার (১২ ডিসেম্বর...

রাবিপ্রবিতে উচ্চশিক্ষার উন্নয়নে চ্যালেঞ্জ ও সম্ভাবনা" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সেন্টার ফর গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট -সিজিডি'র উদ্যোগে রাঙ্গামাটি বিজ্...

চট্টগ্রাম প্রেস ক্লাবের আগের ব্যবস্থাপনা কমিটির বিবৃতি

চট্টগ্রাম প্রেসক্লাবের সকল সদস্য এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্বাচিত ব্...

ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান...

গোপনে চার হত্যা মামলায় জামিন ছোট সাজ্জাদ দম্পতির

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী তামান্না শারমিন চারটি...

টেকনাফ সীমান্তে গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার দিক থেকে ছোড়া গো...

উখিয়ায় স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়া সদরে প্রকাশ্যে দিবালোকে সংঘটিত স্বর্ণ চুরির ঘটনায় জড়িত এক ব...

সৃজিত আমাকে বোকা বানায়:মিথিলা

বেশ কিছুদিন ধরেই শোবিজ অঙ্গনে গুঞ্জন শোনা যাচ্ছিল—অভিনেত্রী রাফিয়াথ রশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা