নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত ২৪ ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৯ জন। এর মধ্যে ঢাকা সিটির ১৮৪ জন এবং ঢাকা সিটির বাইরে ৫৭৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৯২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি ২০২৩ সালে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ৭ হাজার ১৯৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ এক হাজার ৬৭৭ জন। মারা গেছেন ১ হাজার ৫৯৫ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯৩৫ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৭০ জন।
প্রসঙ্গত, ২০২২ সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            