ফাইল ছবি
শিক্ষা

আবারও শুরু হতে পারে ‘বৃত্তি পরীক্ষা’

নিজস্ব প্রতিবেদক

আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রাথমিকের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আসছে। এখন থেকে চার স্তরের মূল্যায়নের পাশাপাশি নতুন করে শুরু হবে বৃত্তি পরীক্ষা।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, দীর্ঘ দেড় যুগ পর ২০২৫ সাল থেকে পৃথকভাবে আয়োজন করা হবে বৃত্তি পরীক্ষার। সর্বশেষ ২০০৮ সালে পঞ্চম শ্রেণীতে পৃথক বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছিল। এরপর ২০০৯ সাল থেকে শুরু হয় অভিন্ন পদ্ধতিতে প্রাথমিকের সমাপনী পরীক্ষা।

তখন থেকে সমাপনী পরীক্ষায় ফলাফলের বিবেচনায় সর্বোচ্চ সীমায় নম্বর পাওয়া শিক্ষার্থীদের বৃত্তির জন্য নির্বাচিত করা হতো। কিন্তু ২০১৯ সালের পর ২০২০ সালে করোনার কারণে প্রাথমিকের সমাপনী পরীক্ষাও বাতিল হয়ে যায়।

সূত্র আরও জানায়, যেহেতু প্রাথমিক স্তরে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর কারিকুলামে তেমন কোনো পরিবর্তন আসছে না তাই শুধুমাত্র চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর কারিকুলামে প্রয়োজনীয় সংস্কার বা সংশোধনের পরই এই বৃত্তি পরীক্ষা চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছরের কারিকুলামে এ বিষয়ে এরই মধ্যে বেশ কিছু সংস্কার বা পরিমার্জনের কাজও শেষ করা হয়েছে। তাই চেষ্টা করা হচ্ছে আগামী বছর থেকেই প্রাথমিকে পৃথকভাবে বৃত্তি পরীক্ষার আয়োজনের।

এদিকে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের মূল্যায়ন হবে চার স্তরে। চলতি বছর প্রাথমিক পর্যায়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হয়।

তবে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর এই শিক্ষাক্রম বাতিল করে দেওয়া হয়। এ অবস্থায় চলতি বছর থেকেই শ্রেণীভিত্তিক মূল্যায়নের পাশাপাশি বার্ষিক পরীক্ষাও হবে।

ফলাফলে থাকবে চারটি স্তর। এর মধ্যে ৩৯ নম্বর পর্যন্ত ‘সহায়তা প্রয়োজন’ স্তর ৪০ থেকে ৫৯ পর্যন্ত সন্তোষজনক; ৬০ থেকে ৭৯ পর্যন্ত উত্তম এবং ৮০ থেকে ১০০ নম্বর পর্যন্ত অতি উত্তম স্তর।

এ বিষয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানান, আমরা প্রাথমিকের সিলেবাস পরিমার্জনের কাজ করছি। চলতি বছরে কিছু পরিমার্জন হয়েছে। বাকি কাজ আগামী বছরে হবে। তবে আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যতটুকু পরিমার্জন হয়েছে তার ভিত্তিতেই ২০২৫ সাল থেকেই পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার আয়োজন করতে পারব।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘হ্যাঁ’ ‘না’ পোস্টে সরগরম ফেসবুক 

সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে তোলপাড় চলছে ‘হ্যাঁ’ ‘না&rsqu...

হামাসের নিরস্ত্রীকরণ প্রশ্নে প্রায় ৭০ শতাংশ ফিলিস্তিনি ঘোরবিরোধী

হামাস নিরস্ত্র হোক, চান না ৭০ শতাংশ ফিলিস্তিনি বেশির ভাগ ফিলিস্তিনি...

সকাল থেকে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় রাজধা...

আগামী জাতীয় নির্বাচনে এআই অপপ্রচার মোকাবিলাই বড় চ্যালেঞ্জ 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় নি...

ইংল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপে ইতিহাস দক্ষিণ আফ্রিকার

আক্ষেপ ঘুচল দক্ষিণ আফ্রিকার মেয়েদের। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের ফা...

একদিনের ব্যবধানে আবারোও বাড়লো সোনার দাম

দেশের বাজারে এক দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ভরিতে ৮ হাজার ৯০০ টাকা...

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন (ইসি) ‘শাপলা কলি&rsq...

কমিটি বাতিলের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর...

নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হামলা

নরসিংদীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।...

বিএনপি বিবাহে রাজি হয়েছে, কাবিননামায় সাইনও করেছে; 'না' বলার অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "...

লাইফস্টাইল
বিনোদন
খেলা