নিনা আফরিন,পটুয়াখালী : বিগত দিনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা মূল্যায়ন করে ফল প্রকাশের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা।
‘এক মাসের পরীক্ষা ছয় মাসে দিবো না’ সহ বিভিন্ন শ্লোগানে শনিবার দুপুরে শহরের সোনালী ব্যাংক মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা। এতে পটুয়াখালী সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, আবদুল করিম মৃধা কলেজসহ জেলার বিভিন্ন কলেজের শতাধিক পরীক্ষার্থী অংশ নেয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, কোটা আন্দোলন ঘিরে দেশব্যাপী সংঘাতে শিক্ষার্থীরা গুরুতর আহত হয়ে এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত রয়েছে। তাই তাদের সহকর্মীদের এমন অবস্থায় রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব না। এছাড়াও বিগত দিনের পরীক্ষা মূল্যায়ন করে ফল প্রকাশের দাবি জানান তারা।
আমার বাংলা/এমআর
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            