বগুড়ার নন্দীগ্রামে বৃহত্তর ওমরপুর এলাকায় কর্মজীবী, দরিদ্রসহ সর্বসাধারণের সঙ্গে বিএনপি নেতারা ইফতার করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের জন্য দোয়া চান বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন।
গত শনিবার পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সর্বসাধারণের ব্যাপক উপস্থিতি ছিল। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রতি সবাইকে আস্থা রাখার আহবান জানান মোশারফ হোসেন। এরপর তিনি ওয়ার্ডের গ্রাম ইউনিট গঠন সভায় বক্তব্য দেন।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সহ সভাপতি জহুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসেম আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, সুশান্ত কুমার শান্ত, পৌর যুগ্ম সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক, মাহবুবুল আলম, সুলতান মাহমুদ, মশিউর রহমান, শাহ আল হেলাল, শফিকুল ইসলাম, মাসুদ রানা মজিদ, নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু।
আরো উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহমেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, যুগ্ম আহবায়ক তারেক হোসেন, মহিলা দলের সভাপতি রেশমা আকতার সাথী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সিনিয়র সহ সভাপতি নবীর শেখ, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী।
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            