কিশোরগঞ্জের কটিয়াদীতে, "অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন "এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে ৮ই মার্চ শনিবার উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা আক্তার, জালালপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্যা মোসাম্মৎ আলেয়া আক্তার, সুমাইয়া আক্তার সহ অনেকেই।
উক্ত অনুষ্ঠানে মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক, প্রশিক্ষনার্থী, কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন এলাকা থেকে আগত সচেতন মহল। উক্ত অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            