নিখোঁজ রেবেকা বেগম
সারাদেশ
দেড় মাসেও মেলেনি সন্ধান

মাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত ছেলে

রাজবাড়ী প্রতিনিধি

মমতাময়ী মাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছেন শরীফুল ইসলাম (১৮)। দেড় মাসেও সন্ধান পাননি মা রেবেকা বেগমের। এ বিষয়ে থানায় জিডি কলেও কোনো সুফল পাওয়া যায়নি।

রেবেকা বেগম রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জালদিয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। গত ১ জানুয়ারি তারিখে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

শরীফুল ইসলাম জানান, তার মায়ের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। ভালো ঘুম হতোনা। ওষুধও খেতে চাইতেন না। মাঝে মধ্যে বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে যেতেন। কখনও তারা গিয়ে নিয়ে আসতেন, আবার কখনও একই ফিরে আসতেন। গত ১ জানুয়ারি তারিখ সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। তারা ভেবেছিলেন আগের মতই মা ফিরে আসবেন।

কয়েকদিন যাওয়ার পর ফিরে না আসার পর নিকট আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেন। সেখানে না পেয়ে পরিচিত সব জায়গায় খোঁজ করতে থাকেন। কিন্তু কোথাও তার মায়ের সন্ধান পাননি। রাজবাড়ী, ফরিদপুর, মাগুড়াসহ আশেপাশে সব জায়গায় পোস্টারিং করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছেন। কিন্তু কোনোভাবেই মায়ের সন্ধান পাচ্ছেন না।

গত ২৫ জানুয়ারি তারিখে রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। কিন্তু তার মাকে খুঁজে দেওয়ার বিষয়ে পুলিশেরও তেমন তৎপরতা নেই। মাকে খুঁজতে খুঁজতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন।

তিনি বলেন, আমি ফরিদপুর পলিটেকনিক কলেজে পড়ছি। সামনে আমার দুটি পরীক্ষা। পরীক্ষায় মনোযোগ দিতে পারছি না। মাকে খুঁজব নাকি পড়াশোনা করব। শুধুই মনে হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গ্রুপে মেসেজটা দিলে ফল পাওয়া যাবে। এই চিন্তা করতে করতে দিন কাটে আমার। একটি পরীক্ষা খারাপ হলে একটি বছর শেষ। ক্রন্দনরত কণ্ঠে বলেন, যে কোনো মূল্যে আমার মাকে ফেরত চাই। তিনি যেমনই হোক, তিনি আমার মা। মায়ের মত আর কেউ নেই।

সাধারণ ডায়েরির পর দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রাজবাড়ী সদর থানার এসআই আব্দুস সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জিডিটির দায়িত্ব পাওয়ার পর তিনি ইজতেমায় ছিলেন। কয়েক দিন আগে রাজবাড়ী এসেছেন। বিষয়টি নিয়ে তিনি কাজ শুরু করেছেন।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুশীলা কারকির উত্থান যেভাবে

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারকি দেশটির অন্তর্বর্তী সরকারের প্...

১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্য...

রাস্তা অবরোধ করার অধিকার কারো নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধের ঘট...

আয়ের দিক দিয়ে ফের মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো

রেকর্ডের দৌড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির হাড্ডাহাড্ডি লড়াই চলে। কিন্...

সাবালেঙ্কার সাফল্যের রহস্য

সদ্য ইউএস ওপেন নারী এককের শিরোপাজয়ী বেলারুশের টেনিসকন্যা আরিনা সাবালেঙ্কা নিজ...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তাঁরা জুলাই শহীদ 

রাজধানীর ওয়ারীতে গত বছরের ১৪ আগস্ট কুপিয়ে হত্যা করা হয় বিএনপি নেতা মো. আল-আমি...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

নুরাল পাগলা দরবারে হামলা, গোয়ালন্দে ওসির পর ইউএনওর বদলি

রাজবাড়ীর গোয়ালন্দে নুর‌াল পাগ‌লার দরবার ও বাড়িতে হামলা ও মরদেহে আগু...

বিশ্বের নতুন দ্রুততম মানবী জেফারসন–উডেন

নতুন দ্রুততম মানবী পেল বিশ্ব। টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা