জেলা প্রতিনিধি: বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় টেকনাফ থেকে সেন্টমার্টিন সমুদ্রপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া।
তিনি জানান, সমুদ্রবন্দরে ৩ নং সতর্ক সংকেত থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।
তিনি আরও জানান, দ্বীপে ভ্রমণে আসা বেশ কিছু পর্যটক সেখানে রাতযাপন করছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়ে আসা হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জনান, বৈরী আবহাওয়ার ফলে সমুদ্র উত্তাল থাকায় বুধবার এ রুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
ভ্রমণে আসা বেশকিছু পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। আবহাওয়া স্বাভাবিক হলে আবারও জাহাজ চলাচল শুরু হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার ৪০০ এর অধিক পর্যটক বারো আউলিয়া নামে একটি পর্যটকবাহী জাহাজে করে দ্বীপ ভ্রমণে যান। ঐ দিন বিকালে ২০০ পর্যটক দ্বীপ ছাড়লেও বাকি ২০০ জন সেখানেই অবস্থান করছেন।
জাহাজ কর্তৃপক্ষ জানান, বুধবার থেকে অনুমতি নিয়ে কক্সবাজার-টেকনাফ দমদমিয়া ঘাট থেকে বারো আউলিয়া নামে একটি জাহাজ নৌরুটে চলাচল শুরু হয়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে দ্বিতীয় বারের মতো জাহাজ চলাচল বন্ধ থাকবে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            