ইন্টারন্যাশনাল সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগর-এর নতুন কমিটির নেতৃবৃন্দ গত শুক্রবার (২৪ অক্টোবর) কুমিল্লা নগরীর বাগিচাগাঁওয়ে অবস্থিত সাপ্তাহিক অভিবাদন পত্রিকার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুল এবং ব্যবস্থাপনা সম্পাদক পারভীন হাসানাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তাঁরা।
২০২৫-২০২৬ সেশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট রোটার্যাক্টর রাব্বী খন্দকার হৃদয়-এর নেতৃত্বে ক্লাবের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট খাজিনা খাজি, পিপি পিন্টু চন্দ্র সরকার, আইপিপি রোটার্যাক্টর সাবেকুন নাহার মজুমদার সনি, ক্লাব সেক্রেটারি আজিম উল্যাহ হানিফ, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর খাদিজা ইয়াসমীন নেয়ামা, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর আহমেদ অন্তর প্রমুখ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ রোটার্যাক্ট ক্লাবের সামাজিক ও সেবামূলক কার্যক্রম এবং যুব উন্নয়নে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। পত্রিকার সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদক ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।